Tuesday, November 4, 2025

নিশ্চিত হয়ে গেল টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) ১৬ দল। আইসিসি ( ICC) আগেই জানিয়ে দিয়েছিল আটটি দলের নাম। আগেই তাদের দু’টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল। আর এবার নিশ্চিত হয়ে গেল আরও আটটি দল। আর এদের মধ‍্যে চারটি দল যোগ‍্যতা অর্জন করে খেলবে মূল পর্বে। এই আটটি দলকে ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে।

গ্রুপ এ-তে রয়েছে নামিবিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি এবং নেদারল্যান্ডস। আর গ্রুপ বি-তে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি দলগুলির সঙ্গে খেলবে। এবং সেখান থেকে দু’টি করে মোট চারটি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

যোগ্যতা অর্জন পর্ব থেকে গ্রুপ এ-র রানার আপ ও গ্রুপ বি-র জয়ী দল খেলবে ‘গ্রুপ ২’ অর্থাৎ  ভারতের গ্রুপে। যার মানে দাঁড়াচ্ছে ঠিক এরকম, নামিবিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডসের মধ্যে যে দল দ্বিতীয় স্থানে শেষ করবে এবং আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের মধ্যে যে দল প্রথম স্থানে শেষ করবে তারা খেলবে ‘গ্রুপ ২’-এ।

ইতিমধ্যেই যে আট দল মূল পর্বে রয়েছে তাদের দু’টি গ্রুপে ভাগ করে ফেলেছে আইসিসি। গ্রুপ ১-এ রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। গ্রুপ ২-এ রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা।

একনজরে দেখে নেওয়া যাক সূচি

প্রথম পর্ব

গ্রুপ এ: নামিবিয়া,শ্রীলঙ্কা,সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস

গ্রুপ বি: আয়ারল্যান্ড,স্কটল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে

দ্বিতীয় পর্ব

গ্রুপ ১: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, গ্রুপ এ বিজয়ী এবং গ্রুপ বি রানার আপ।

গ্রুপ ২: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, গ্রুপ এ রানার আপ এবং গ্রুপ বি বিজয়ী।

১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। প্রথমে হবে যোগ্যতা অর্জন পর্বের খেলা। ২১ অক্টোবর শেষ হবে সেই খেলা। এরপর ১২ দল নিয়ে ২২ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূল পর্বের খেলা।

 

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version