Wednesday, August 27, 2025

Gujarat: মোদির রাজ্যে পুলিশকর্মীকে পিষে দিল ট্রাক, আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন

Date:

প্রশ্নের মুখে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্য গুজরাট (Gujrat)। ফের বিজেপিশাসিত রাজ্যে পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে তোপ দাগছেন বিরোধীরা। পুলিশকর্মীকে (Policeman) পিষে দিল ট্রাক। মঙ্গলবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটে গুজরাটের বরসাদ এলাকায়। আহত কনস্টেবলকে (Constable)উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। একদিনে দেশের বুকে তিনটি ঘটনা। হরিয়ানা (Haryana),ঝাড়খন্ডের (Jharkhand)পর এবার মোদির নিজের রাজ্য গুজরাট (Gujrat)। মঙ্গলবার রাত ১ টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্থানের (Rajasthan) নম্বর প্লেট লাগানো একটি ট্রাক গুজরাটের বরসাদ এলাকায় প্রবেশ করে। ট্রাকটির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। হাত দেখিয়ে গাড়িটিকে থামানোর চেষ্টা করেন কনস্টেবল, বলে জানা যায়। কিন্তু ট্রাকটি দাঁড়ানোর বদলে কনস্টেবলকে পিষে দিয়ে বেরিয়ে যায় চালক। মৃতের নাম কিরন রাজ। এই প্রথম নয়, গত একদিনে এই নিয়ে তৃতীয় ঘটনা ঘটায় স্বভাবতই প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা। প্রথমে হরিয়ানায় অবৈধভাবে পাথার খাদানের অভিযোগ পেয়ে ডিএসপি (Haryana DSP) সুরিন্দর সিং বিষ্ণোই পৌঁছলে, পাথরবোঝাই ডাম্পার তাঁকে পিষে দেয়। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ডের (Jharkhand)মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দেয় গাড়ি। ফের মঙ্গলবার রাত্রে গুজরাতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক পুলিশ কনস্টেবল। মোদি জমানায় বারবার এমন ঘটনা ঘটায় বিপাকে কেন্দ্রের বিজেপি শিবির।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version