Monday, August 25, 2025

সুপ্রিম স্বস্তি: সব মামলায় জামিন জুবেরের, মিলবে মুক্তি

Date:

Share post:

অবশেষে জামিন পেলেন অল্ট নিউজের (ALT News) প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের। বুধবার সুপ্রিম কোর্ট (Suprime Court) সবকটি মামলা থেকেই তাঁর জামিন মঞ্জুর করেছে। ফলে এবার জেল থেকে মুক্তি পাবেন জুবের। সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি পোস্টে উত্তর প্রদেশের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার (Arrest) করে উত্তরপ্রদেশ পুলিশ।

এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, মহম্মদ জুবেরকে আর হেফাজতে রাখার কোনও যৌক্তিকতা নেই। আজ তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এদিন জুবেরের বিরুদ্ধে তদন্ত করার জন্য তৈরি করা উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল ইনভেস্টিগেটিং টিম (SIT) ভেঙে দেয় সুপ্রিম কোর্ট। জুবেরের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলাকে এক জায়গায় করে তার তদন্তভার উত্তরপ্রদেশ পুলিশের থেকে সরিয়ে, দিল্লি পুলিশের স্পেশাল সেলকে হস্তান্তর করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। এর পাশাপাশি জুবেরের সমস্ত মামলা দিল্লিতে স্থানান্তর করার নির্দেশও দিয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

আদালতে আইনজীবী বৃন্দা গ্রোভার আগেই জুবের-এর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, হাথরসের এক আদালত পুলিশের একটি আবেদনের রায় এখনও দেয়নি, সেই প্রেক্ষিতে জামিন দেওয়া হোক। সুপ্রিম কোর্ট সেই আবেদন মঞ্জুর করে। তারপরেই ১৫ জুলাই ফের পুলিশ হেফাজতের আবদনে সায় দেয় হাথরসের আদালত। সেই কারণেই ফের জেল বন্দি হতে হয় জুবেরকে। তিহার জেলেই বন্দি ছিলেন তিনি। তবে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, বুধবার পর্যন্ত মহম্মদ জুবেরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না উত্তরপ্রদেশ পুলিস৷ বুধবার এই মামলার পরবর্তী শুনানিতেই স্বস্তি পেলেন সাংবাদিক জুবের।

আরও পড়ুন- Gujarat: মোদির রাজ্যে পুলিশকর্মীকে পিষে দিল ট্রাক, আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...