Thursday, August 28, 2025

BCCI: বিশেষ উদ‍্যোগ বিসিসিআইয়ের, ঘরোয়া কোচেদের ক্লাস নেবেন গোপীচাঁদ, রাহুলরা

Date:

আগামী রবিবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) শিক্ষকের ভূমিকায় দেখা যাবে পুল্লেলা গোপীচাঁদকে (Pullela Gopichand)। আগামী ২৪ জুলাই এনসিএ-তে আয়োজিত হতে চলেছে বিশেষ এক সেমিনার। সেখানে ঘরোয়া ক্রিকেটের এক ঝাঁক কোচের সামনে বক্তব্য পেশ করবেন গোপীচাঁদ-সহ চার ক্ষেত্রের চার কৃতী। গোপীচাঁদ ছাড়াও এনসিএ-তে থাকবেন কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের কর্তা ভেঙ্কি মাইসোর, বিসিসিআইয়ের পিচ কমিটির প্রধান আশিস ভৌমিক এবং ক্রিকেটার কে এল রাহুল (KL Rahul)। সাইনা নেওয়াল, পিভি সিন্ধুদের কোচ গোপীচাঁদ তাঁর নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরবে একঝাঁক ঘরোয়া ক্রিকেটের কোচেদের সামনে।

এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন বাংলার সহকারি কোচ সৌরাশিস লাহিড়ী। কোচ ট্রয় কুলি ও সংস্থার ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণের তত্বাবধানে কোচিংয়ের স্পেশ্যাল ট্রেনিং করছেন তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সৌরাশিস ছাড়াও রয়েছেন আবিষ্কার সালভি, টিনু ইয়োহানান এবং শ্রীনাথ অরবিন্দ। তাঁরাও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে গিয়েছেন। তারা সবাই গোপীচাঁদ, ভেঙ্কি মাইসোরদের অভিজ্ঞতার কথা শুনবেন। এই নিয়ে এক সংবাদমাধ্যমে সৌরাশিস বলেন,” অসাধারণ উদ্যোগ নিয়েছে বিসিসিআই। ২৪ জুলাই গোপীচাঁদ আমাদের সঙ্গে কথা বলবেন। গোপীচাঁদের হাত ধরে ভারত অনেক সফল ক্রীড়াবীদরা উঠে এসেছে। চ্যাম্পিয়ন গড়ে তোলার মূল মন্ত্র কী, তা নিয়ে বক্তব‍্য রাখবেন গোপীচাঁদ। কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর সেমিনারে জানাবেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো একজন ক্রিকেটারের থেকে ঠিক কী কী প্রত্যাশা করে।”

আরও পড়ুন:কমনওয়েলথে খেলতে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের বিশেষ বার্তা মোদির

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version