দিদির হাতে হাত রেখে পাহাড়কে এগিয়ে নিয়ে যাব: একুশের মঞ্চে বার্তা অনীতের

“অনেক ভুল বুঝিয়েছিল ওরা। ছিল অনেক মিথ্যা প্রতিশ্রুতি। তবে সেসব পেরিয়ে পাহাড় এখন হাসছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত হয়েছে ‘গোর্খা টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশান'(GTA)। যতদিন রাজনীতিতে থাকব দিদির সঙ্গে পাহাড়কে এগিয়ে নিয়ে যাব।” বৃহস্পতিবার ২১ জুলাইয়ের(21July) মঞ্চ থেকে এমনটাই বার্তা দিলেন সদ্য নির্বাচিত জিটিএ চেয়ারম্যান অনীত থাপা(Anit Thapa)।

এদিন ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত হয়ে অনীত থাপা বলেন, “২০১৭ সাল থেকে আমি দিদির পথের পথিক। পাহাড় যখনই অশান্ত অবস্থায় ছিল তখন উন্নয়নের পথ ধরে আমি লড়াই করেছি ৫ বছর ধরে। আর আজ দিদির আশীর্বাদে জিটিএ নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজ আপনাদের সামনে।” তিনি আর বলেন ১৯৮৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ বছর পাহাড় অশান্ত ছিল। আমি গর্বের সঙ্গে বলতে পারি আজ পাহাড় উন্নয়নের রাজনিতির পথে হাঁটছে। এবং আগামি দিনে দিদির আশীর্বাদে পাহাড়কে এগিয়ে নিয়ে যাব। এবং যতদিন আমি রাজনীতিতে থাকব দিদি হাতে হাত রেখে লড়াই চালিয়ে যাব।”


Previous articleএকুশের সমাবেশে পা মেলালেন গোপাল ভাঁড় থেকে চার্লি চ্যাপলিন
Next articleমোদির একমাত্র বিকল্প মমতা, শহিদদের চিরকাল মনে রাখেন তৃণমূল নেত্রী: সৌগত রায়