Saturday, May 3, 2025

BCCI: এক সপ্তাহ পিছিয়ে গেল কোর্টের শুনানি, ২৮ জুলাই হবে সৌরভ-জয় শাহদের ভাগ‍্য নির্ধারণ

Date:

আরও এক সপ্তাহ পিছিয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও জয় শাহের (Jay Shah) ভাগ্যে। বিসিসিআইয়ে (BCCI) তাদের ভাগ‍্য কী, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি। পরবর্তী শুনানি হবে এক সপ্তাহ পরে, অর্থ‍্যাৎ ২৮ জুলাই। বিসিসিআই নিজেদের সংবিধান সংশোধন করে সৌরভ গঙ্গোপাধ্যায় -জয় শাহকে স্বপদে বহাল রাখতে চাইছে। বিসিসিআই-এর বর্তমান প্রেসিডেন্ট এবং সচিবের বোর্ডের পদে মেয়াদ ফুরানোর কথা সেপ্টেম্বরে। তবে গোটা বিষয়টিই নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপর।

কুলিং অফ পিরিয়ডের নিয়মের আওতার বাইরে থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ নিজেদের পদে বহাল থাকতে পারেন, তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিসিসিআই। এই নিয়ে বছর দুই আগেই বিসিসিআই এই আবেদন করেছিল। কিন্তু প্রথমে করোনার জেরে শুনানি পিছিয়ে যায়। তার পরেও বিষয়টি ঝুলেই ছিল। সম্প্রতি শীর্ষ আদালতকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছিল বিসিসিআইয়ের তরফ থেকে। আর তার শুনানি ছিল বৃহস্পতিবার। প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি কৃষ্ণ মুরারি এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে আজ এই মামলাটি ওঠে। শীর্ষ আদালত জানিয়েছে, পি এস নরসিমার পরিবর্তে এই বিষয়ে অ্যামিকাস কিউরি হিসেবে নিযুক্ত করা হলো সিনিয়র বিচারপতি মনিন্দর সিংকে। গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞের মতামত নিতেই আদালতের বন্ধু বা অ্যামিকাস কিউরি নিযুক্ত করা হলো। এর আগে অ্যামিকাস কিউরি হিসেবে নিযুক্ত হয়েছিলেন পিএস নরসিমহা, যিনি নিজেই এখন সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হয়েছেন।

লোধা কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধানে পরিবর্তন হয়েছিল কয়েক বছর আগেই। নিয়ম অনুযায়ী বোর্ডের কোনও পদাধিকারী সর্বাধিক ৯ বছর এবং টানা ৬ বছর পদে থাকতে পারবেন। এরপর তিন বছর বাধ্যতামূলক কুলিং অফে যেতে হবে সেই পদাধিকারী ব‍্যক্তিকে। তিন বছর পর ফের বোর্ডের পদাধিকারী হতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে রাজ্য সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ড মিলিয়ে ৯ বছরের বেশি নয়। আর সেক্ষেত্রে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইতে যাওয়ার আগে বাংলা ক্রিকেট সংস্থার সভাপতির পদে ছিলেন। দুটি মিলিয়ে তাঁর টানা ছ’বছরের সময়সীমা পেরিয়ে গিয়েছে। একই কথা প্রযোজ্য বোর্ড সচিব জয় শাহর ক্ষেত্রেও। তিনিও গুজরাত ক্রিকেট সংস্থার পদে ছিলেন।

আরও পড়ুন:IFA: বাগানকে জোড়া চিঠি আইএফএ-র

 

Related articles

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...
Exit mobile version