Saturday, January 17, 2026

স্বস্তিতে রাজ্য, এসএসসির শিক্ষক নিয়োগের এক গুচ্ছ মামলা খারিজ শীর্ষ আদলতে

Date:

Share post:

স্বস্তিতে রাজ্য।এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক গুচ্ছ মামলা খারিজ করে দিল শীর্ষ আদলত। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের প্যানেল ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে।এখনও একাধিক মামলা বিচারাধীন। এই অবস্থায় শিক্ষা ক্ষেত্রে নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে বৃহস্পতিবার সুখবর পেল রাজ্য। ২০১১ সালে এসএসসি-র দ্বাদশ রিজিওনাল সিলেকশন টেস্টে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৪৬ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ২০১২ সালে নিয়োগ পরীক্ষা হয়েছিল। ইন্টারভিউ শেষে ৩৬ হাজার ১৪০ জন প্রার্থীর প্যানেল প্রকাশ করে কমিশন।

আরও পড়ুন- Cossipore: অমানবিক! বেতন বাকি থাকায় স্কুলে আটক নার্সারি পড়ুয়া

২০১৩ সালে কাউন্সেলিং শুরু হয়। তখন ২৯ হাজার ৫৭৫ জন শিক্ষক নিয়োগ হয়েছিল। তারপর হঠাৎ করেই ২০১৪ সালে স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং বন্ধ করে দেয়। প্যানেলে নাম থাকলেও যাদের নিয়োগ হয়নি তাদের একাংশ প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও পরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের রায় তাঁদের পক্ষে না যাওয়ায় সুপ্রিম কোর্টে স্পেশ্যাল লিভ পিটিশন দাখিল করেন। কিন্তু শীর্ষ আদালত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই মামলা ফেরত পাঠায়। সেই বেঞ্চ আবার সিঙ্গল বেঞ্চে পাঠায় মামলাটি। শেষ পর্যন্ত ‘কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দোপাধ্যায় ও বিচারপতি জেকে মাহেশ্বরীর বেঞ্চে মামলাটির শুনানি চলছিল।

বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, এসএসসি-র আইনজীবী কুণাল মিমানি এ দিন দুপুরে ফোন করে “আমাকে জানান, ‘দ্বাদশ আরএলএসটি সংক্রান্ত যে সব এসএলপি এত দিন সুপ্রিম কোর্টে চলছিল, সেগুলি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।’ স্বভাবতই স্বস্তিতে কমিশন।

 

 

spot_img

Related articles

ম্যাঙ্গো ইকনমিতে মালদহের যুবকদের কাজ! মোদির কাছে পরিযায়ী খুনের উত্তর দাবি তৃণমূলের

গোটা বিশ্বে কাজের প্রয়োজনে অথবা পড়াশোনার জন্য প্রতি বছর পরিযায়ী বৃত্তি কত শতাংশ মানুষকে নিতে হয়, সেই সত্যিকেই...

সংবিধান-গণতন্ত্র ধ্বংসের থেকে বাঁচান: বিচারপতিদের আর্জি, আইনমন্ত্রীর সামনেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

"এখানে দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধানও বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিরা উপস্থিত রয়েছেন। তাঁদের হাত জোড় করে বলছি, দেশে...

মুর্শিদাবাদের মৃতের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরি রাজ্যের: জানালেন অভিষেক, চালু পরিযায়ী শ্রমিকদের হেল্প লাইন

ঝাড়খণ্ডে মৃত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের পরিবারে পাশে রাজ্য সরকার। শুক্রবার, বহরমপুর থেকে সাফ জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বিজেপির ‘ডামি’ অধীরকে তুলোধনা অভিষেকের! মুর্শিদাবাদে টার্গেট ২২-০

বহরমপুরে জনসমুদ্রে ভেসে রোড-শো করে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী তুলোধনা করলেন তৃণমূলের (TMC)...