পার্থ চট্টোপাধ্যায়ের ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের

SSC নিয়োগ মামলায় প্রাক্তন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ২ দিনের ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। শুক্রবার থেকে টানা ২৭ ঘণ্টা জেরার পরে শনিবার, সকাল দশটা নাগাদ নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয় পার্থকে। সোমবার, ইডির বিশেষ আদালতে তোলা হবে তাঁকে।

শনিবার, পার্থকে গ্রেফতার পরে জোকা ইএসআই-তে (ESI) স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এরপরে নিয়ে যাওয়া হয় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেখান থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল কোর্টে। সেখানে ইডি পার্থকে ১৪দিনের হেফাজতের নেওয়ার আবেদন জানায়। তার বদলে আদালত ২দিনের হেফাজত মঞ্জুর করে। সোমবার, পার্থকে ইডির বিশেষ আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:সংবাদমাধ্যমে বসছে খাপ পঞ্চায়েত: তোপ দাগলেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি রামানা