Saturday, August 23, 2025

BCCI: আইপিএলের টাকা ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাবে বোর্ড : সূত্র

Date:

আইপিএলের (IPL) টাকা লাগানো হবে ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার বোর্ডের (BCCI) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। গত মরশুমের রঞ্জি ট্রফিতে (RanjiTrophy) ডিআরএস (DRS) ছিল না বলে সমালোচিত হয়েছিল বোর্ড। ডিআরএস-এ প্রচুর টাকা খরচ হয় বলে জানিয়ে ছিল বিসিসিআই। এই নিয়ে সেই সময় সমলোচিত হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। গোটা রঞ্জি ট্রফিতেই থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম। বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আইপিএলের টেলিভিশন স্বত্ব বিক্রি করে বোর্ড বিপুল আয় করেছে, সেই টাকা ক্রিকেটের উন্নয়নে কাজে লাগানো হবে জানিয়েছে বোর্ডের এক সূত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানাচ্ছে, অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রঞ্জি-সহ ঘরোয়া ক্রিকেটের প্রায় সব প্রতিযোগিতায় এবার থেকে পুরস্কার মূল্য বাড়ানো হবে। গতবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে মধ্যপ্রদেশ পেয়েছিল ২ কোটি টাকা। রানার্স মুম্বই পেয়েছিল ১ কোটি টাকা। এবার সেই পুরস্কারমূল্য বাড়ছে। ঘরোয়া একদিনের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন দল ২০ লক্ষ টাকা ও রানার্স ১০ লক্ষ টাকা পেয়েছিল। জানা যাচ্ছে, সব ঘরোয়া প্রতিযোগিতারই পুরস্কারমূল্য বাড়ছে। টাকা বাড়ছে মহিলাদের বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায়। পুরস্কারমূল্য বেড়ে কত হবে, তা রাজ্য সংস্থাগুলিকে ঠিক করতে বলা হয়েছে। আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি হওয়ায় বোর্ডের বিপুল লাভ হয়েছে। সেই কারণেই ঘরোয়া ক্রিকেটেও উন্নতির দিকে নজর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে জানা যাচ্ছে, আগামী মরশুমের ক্রীড়াসূচি থেকে অবশ্য বাদ পড়তে চলেছে দেওধর ট্রফি। জানা গিয়েছে, এই ট্রফির জন্য সময় বার করা যায়নি। তাই বাদ পড়তে চলেছে এই টুর্নামেন্ট।

আরও পড়ুন:India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শ্রেয়স

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version