Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে জয় ভারতের। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে মাত্র জিতল তিন রানে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শিখর ধাওয়ানের দল। ম‍্যাচে শতরান হাতছাড়া ধাওয়ানের।

২) অবশেষে স্বস্তি ইস্টবেঙ্গলে। নতুন মরশুমে ফুটবলার সইয়ের উপর নিষেধাজ্ঞা উঠল ইস্টবেঙ্গলের। ফুটবলারদের বকেয়া অর্থ মিটিয়ে দিয়েছে ক্লাবের পূর্বতন লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট।

৩) চোটের জন্য প্রথম দু’টি এক দিনের ম্যাচে খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা, এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন জাদেজা। সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।

৪) কলকাতা ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানকে বঙ্গবিভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার। আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে বাংলার তিন প্রধানের হাতে এই সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৫) জল্পনার অবসান। শ্রীলঙ্কার বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে হবে ২০২২ এশিয়া কাপ । বৃহস্পতিবার রাতে এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Previous articlePartha Chatterjee: রাত পেরিয়ে সকাল, এখনও চলছে জিজ্ঞাসাবাদ