Saturday, November 29, 2025

ইডি হেফাজতে থেকেই SSKM-এ আইসিইউ-তে ভর্তি হলেন পার্থ

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়কে আপাতত ২ দিন ইডি হেফাজতে রাখা নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। আগামী সোমবার ফের ইডি বিশেষ আদালতে তোলা হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

এদিন ইডি হেফাজতের পর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তাঁদের মক্কেলের শারীরিক অবস্থার কথা আদালতের কাছে তুলে ধরেন। কোনও সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে দেওয়া হোক। অন্যদিকে ইডির আইনজীবীরা কমান্ড হাসপাতাল বা ESI হাসপাতালে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেন। দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর ব্যাঙ্কশাল আদালত SSKM হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। এরপরই সোজা SSKM-এ পার্থ চট্টোপাধ্যায়।

এরপর ED আধিকারিক ও কেন্দ্রীয় বহিনীর ঘেরাটোপে ব্যাঙ্কশাল কোর্ট থেকে SSKM-এ গিয়ে নামেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর জন্য আনা হয় হুইল চেয়ার। সেই চেয়ারে বসেই তিনি ইমার্জেন্সি বিভাগে যান। সেখান থেকেই ঠিক করা হবে তাঁকে হাসপাতালের কোন বিভাগে ভর্তি করা হবে। বুকে ব্যথা রয়েছে বলে জানা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় তাঁর দুবার চেকআপ করা হয়েছে। সূত্রের খবর, পার্থবাবু SSKM-এ আসার খবরের পরই উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনটি তৈরি রাখা হয়েছে। তবে আপাতত তাঁকে রাখা হয়েছে কার্ডিওলডির আইসিসিইউয়ের ১৮ নম্বর বেডে।একাধিক শারীরিক পরীক্ষা হচ্ছে তাঁর।

উল্লেখ্য, টানা ২৭ ঘণ্টা জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটেও অভিযোগন চালায় ইডি। সেখান থেকে উদ্ধার হয ২১ কোটি টাকা ও বিপুল টাকার গহনা ও বিদেশি মূদ্রা। অর্পিতাকেও গ্রেফতার করেছে ইডি। অর্পিতাকে রবিবার আদালতে তোলা হবে।

আরও পড়ুন- পৃথিবী থেকে বুলেট ট্রেনে চেপে চাঁদ হয়ে মঙ্গল! কবে শুরু হচ্ছে?

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...