রয়েছেন বিদেশে, ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার নিতে পারছেন না অমর্ত্য সেন

সোমবার, রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন শাখার বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বঙ্গভূষণ’ ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রদান করা হবে। ‘বঙ্গবিভূষণ’ প্রাপকদের তালিকায় রয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন (Amartya Sen)। পরিবার সূত্রে খবর, বর্তমানে বিদেশে রয়েছেন তিনি। এখনই দেশে ফিরছেন না। সেই কারণে ‘বঙ্গবিভূষণ’ (Banga Bibhushan) পুরস্কার নিতে পারছেন না অমর্ত্য সেন। তবে, পরিবারের তরফে এর বেশি কিছু জানানো হয়নি।

অমর্ত্য সেনের পাশাপাশি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee) ও অর্থনীতিবিদ কৌশিক বসুকেও ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদানের কথা জানানো হয়েছে। কয়েক ঘণ্টা আগে অমর্ত্যর পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, তিনি বিদেশে রয়েছেন, এই সম্মান নিতে পারছেন না।

আরও পড়ুন- অর্পিতার জামিনের আবেদন খারিজ, একদিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের

Previous articleআগামিকাল রাষ্ট্রপতি পদে শপথ দ্রৌপদী মুর্মুর, সাঁওতালি শাড়ি পরে রাইসিনা হিলে পা!
Next article‘অগ্নিপথ’নিয়োগ প্রকল্প নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের