Monday, November 3, 2025

আগামিকাল রাষ্ট্রপতি পদে শপথ দ্রৌপদী মুর্মুর, সাঁওতালি শাড়ি পরে রাইসিনা হিলে পা!

Date:

Share post:

সংসদের সেন্ট্রাল হলে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। দেশের প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির শপথে উপস্থিত থাকবেন ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা, রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, সাঁওতালি শাড়ি পরে রাইসিনা হিলে পা রাখতে পারেন দ্রৌপদী।

সূত্রের খবর, ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কূটনৈতিক মিশনের প্রধান, সাংসদ, প্রধান অসামরিক ও সামরিক শীর্ষ পদস্থ কর্তারা। দ্রৌপদী মুর্মুর পরিবারের চার সদস্য- কন্যা ইতিশ্রী, জামাই গণেশ হেমব্রম, দ্রৌপদীর ভাই তারিণীসেন টুডু ও ভাইয়ের স্ত্রী সুকরি টুডু শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন সোমলাল মুর্মু, মামনি সরেন, বাসন্তী মান্ডি-সহ মোট ২৭ জনের দল, তাঁরা আদিবাসী শিল্পী। শপথ অনুষ্ঠানের আগে দেশের ভাবী রাষ্ট্রপতিকে বিশেষ আদিবাসী শাড়ি উপহার দিয়েছেন ভাইয়ের স্ত্রী সুকরি টুডু। ওই শাড়ি পরেই শপথ নিতে পারেন দ্রৌপদী। অন্তত এমনটাই আশা সুকরি টুডুর।

রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি আনুষ্ঠানিক শোভাযাত্রার মাধ্যমে সোমবার সেন্ট্রাল হলে পৌঁছবেন। প্রধান বিচারপতি এনভি রামানার (NV Ramana) উপস্থিতিতে শপথ নেবেন দ্রৌপদী। অনুষ্ঠান শেষে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে যাবেন। সেখানে তাঁকে একটি ইন্টার-সার্ভিস গার্ড অফ অনার দেওয়া হবে এবং বিদায়ী রাষ্ট্রপতিকে সৌজন্য জানানো হবে।


spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...