Sunday, May 4, 2025

আগামিকাল রাষ্ট্রপতি পদে শপথ দ্রৌপদী মুর্মুর, সাঁওতালি শাড়ি পরে রাইসিনা হিলে পা!

Date:

Share post:

সংসদের সেন্ট্রাল হলে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। দেশের প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির শপথে উপস্থিত থাকবেন ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা, রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, সাঁওতালি শাড়ি পরে রাইসিনা হিলে পা রাখতে পারেন দ্রৌপদী।

সূত্রের খবর, ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কূটনৈতিক মিশনের প্রধান, সাংসদ, প্রধান অসামরিক ও সামরিক শীর্ষ পদস্থ কর্তারা। দ্রৌপদী মুর্মুর পরিবারের চার সদস্য- কন্যা ইতিশ্রী, জামাই গণেশ হেমব্রম, দ্রৌপদীর ভাই তারিণীসেন টুডু ও ভাইয়ের স্ত্রী সুকরি টুডু শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন সোমলাল মুর্মু, মামনি সরেন, বাসন্তী মান্ডি-সহ মোট ২৭ জনের দল, তাঁরা আদিবাসী শিল্পী। শপথ অনুষ্ঠানের আগে দেশের ভাবী রাষ্ট্রপতিকে বিশেষ আদিবাসী শাড়ি উপহার দিয়েছেন ভাইয়ের স্ত্রী সুকরি টুডু। ওই শাড়ি পরেই শপথ নিতে পারেন দ্রৌপদী। অন্তত এমনটাই আশা সুকরি টুডুর।

রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি আনুষ্ঠানিক শোভাযাত্রার মাধ্যমে সোমবার সেন্ট্রাল হলে পৌঁছবেন। প্রধান বিচারপতি এনভি রামানার (NV Ramana) উপস্থিতিতে শপথ নেবেন দ্রৌপদী। অনুষ্ঠান শেষে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে যাবেন। সেখানে তাঁকে একটি ইন্টার-সার্ভিস গার্ড অফ অনার দেওয়া হবে এবং বিদায়ী রাষ্ট্রপতিকে সৌজন্য জানানো হবে।


spot_img
spot_img

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...