Saturday, August 23, 2025

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি: কাঁথিতে ফের জালে অধিকারী ঘনিষ্ঠ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

Date:

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি! গ্রেফতার কাঁথি মিউনিসিপালিটির (municipality) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপকুমার বেরা (Dilip Kumar Bera)। তিনি কাঁথির অধিকারী পরিবার ঘনিষ্ঠ বলেই পরিচিত। ধৃতকে তমলুকের বিশেষ আদালতে তোলা হলে তাঁকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

কাঁথির (Kanthi) শ্মশান দুর্নীতি-র তদন্তে মামলা শুরু হয়েছে। সেই কোটি কোটি টাকা দুর্নীতিতে নাম জড়িয়েছে স্থানীয় বাসিন্দা দিলীপ বেরার। তিনি কাঁথি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। তদন্তে নেমে অভিযুক্ত দিলীপের একাধিক ব্যাঙ্ক ও সমবায় সমিতির অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিস মিলেছে। একজন কর্মীর আয় বহির্ভূত প্রায় ৩ কোটি ৮৯ লক্ষ টাকার বিপুল সম্পত্তি কীভাবে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা। এই অভিযোগে তাঁকে কাঁথি থেকে তাঁকে আবার গ্রেফতার করা হয়। তমলুকের বিশেষ আদালতে তোলা হলে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সুপর্ণা রায় দিলীপের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

তদন্তে নেমে দিলীপ বেরার বিপুল পরিমাণ সম্পত্তির – ৩ কোটি ৮৯ লাখ ৫২ হাজার ৯৪৭ টাকা- হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ১৯৯৭ সালে কাঁথি পুরসভায় কাজে যোগ দিয়েছিলেন দিলীপ বেরা। সেই সময় অধিকারী পরিবারের সদস্যরাই ছিলেন পুরপ্রধানের পদে। ১৯৯০ থেকে ২০০৯ সাল পর্যন্ত পুরপ্রধান ছিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী (Sisir Adhikari)। তারপরে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পুরপ্রধান ছিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত কাঁথির পুরপ্রধান হন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। এরপর প্রশাসক হিসেবে ১০ বছরের বেশি সময় ধরে কাঁথি পুরসভায় ছিলেন। দিলীপ অধিকারী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত। শিশির অধিকারীর জমানাতেই যোগ দিয়েছিলেন তিনি। ওই বিপুল পরিমাণ সম্পত্তি দিলীপ বেরা কীভাবে পেলেন তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। এর আগেও কাঁথি পুরসভার স্ট্রিটলাইট প্রকল্পে একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ফের শ্মশান-দুর্নীতির তদন্তেও তাঁর দিকে অভিযোগের আঙুল।

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version