Sunday, May 4, 2025

বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডে ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন অর্পিতা, তারপরও কেন ঘরে এত টাকা?

Date:

এসএসসি দুর্নীতিকাণ্ডে শনিবারই গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বাড়ি থেকে কার্যত টাকার পাহার উদ্ধার করেছে ইডি। ‘এত টাকা কোথা থেকে এল’-এই প্রশ্নের উত্তর চেয়ে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। তবে এই প্রথম ইডির মুখোমুখি নয়,সূত্রের খবর,  এর আগেও তিন বার অর্পিতাকে তলব করা হয়েছিল। একটি বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডে নাম উঠে এসেছিল অর্পিতার। ইডির ডাক পেয়ে দু’বার জেরার মুখেও পড়েছিলেন অর্পিতা।

আরও পড়ুন:কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই: জানালেন অর্পিতা

এসএসসি দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের নাম উঠতেই টালিগঞ্জের বিলাসবহুল ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকার সঙ্গে দেড় কেজি সোনার গয়না ছাড়াও বিদেশি মুদ্রার হদিস পায় ইডি। এতেই প্রশ্ন উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের র‍্যাডারে থাকার পরও, তাঁকে ডাকার পরও ঘরে কীভাবে এত টাকা রাখলেন অর্পিতা? তাঁর কাছে এত টাকা কোথা থেকে এলো, সেনিয়ে একাধিকবার প্রশ্ন করেন ইডি আধিকারিকরা। যদিও কোনও সদুত্তর মেলেনি বলে ইডি সূত্রের খবর।

শনিবার তাঁকে গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার পর রবিবার ফের একবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি কর্তারা। সেখানে পৌঁছতেই অর্পিতা সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘ আইন আইনের পথে চলবে, আইন ব্যবস্থার উপর পূর্ণ ভরসা রয়েছে।’ স্বাস্থ্য পরীক্ষার পর সেখান থেকে কড়া নিরাপত্তায় অর্পিতাকে এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ইডি সূত্রের খবর, অর্পিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবেন।

এর আগে বিজনেস স্কুলের আর্থিক লেনদেনের দুর্নীতিতে কীভাবে জড়িয়েছিলেন অর্পিতা, কেনই বা তাঁর নাম উঠে এসেছিল সেসব নিয়েই প্রশ্ন উঠছে। যদিও এসএসসি দুর্নীতিতে তাঁর কোনও হাত নেই বলেই দাবি করছেন অর্পিতা মুখোপাধ্যায়।









Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version