কমনওয়েলথ গেমসগামী (Commonwealth Games) জিমন্যাস্টিক দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল রোহিত জসওয়ালকে। যৌন হেনস্থার অভিযোগ ওঠায় বরখাস্ত করা হয়েছে তাকে। রোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অরুণা বুড্ডা রেড্ডি। তিনি জানান, ট্রায়ালের সময় তাঁর অনুমতি ছাড়াই ভিডিও তোলা হয়েছে। রোহিতের পাশাপাশি এক জুনিয়র কোচের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এরপরেই দুই কোচকেই বরখাস্ত করা হয়। রোহিত জসওয়ালের বদলে কোচ করে আনা হয়েছে বিশ্বেশ্বর নন্দীকে।

এদিন এই নিয়ে বিশ্বেশ্বর নন্দী বলেন,” আগের দিনই আমার ভিসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা হয়ে গিয়েছে। মঙ্গলবার ভিসা পেয়ে যাব বলে আশা করছি। দলের সঙ্গে ২৯ জুলাই যোগ দেব।”

উল্লেখ্য, ২০১৬ রিও অলিম্পিক্সে বিশ্বেশ্বরের কোচিংয়ে জিমন্যাস্টিক্সে চতুর্থ হয়েছিলেন দীপা কর্মকার। বিশ্বেশ্বর এই মুহূর্তে জাতীয় জিমন্যাস্টিক্স কোচ হিসাবেও নিযুক্ত।

আরও পড়ুন:Axar Patel: রবিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নেমে ধোনির ১৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন অক্ষর
