বাংলায় আসুন: অর্থনীতিবিদ কৌশিক বসুকে বঙ্গবিভূষণ সম্মান জানিয়ে আবেদন মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, “আপনি দেশের মধ্যে অন্যতম সেরা অর্থনীতিবিদ। সারা বিশ্বে ঘুরে বেড়িয়েছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক কাজ করেছেন। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত।“

এবছর বঙ্গবিভূষণ সম্মান পেলেন অর্থনীতিবিদ কৌশিক বসু (Kaushik Basu)। এখন জার্মানিতে (Germany) রয়েছেন। সোমবার, সম্মান প্রদান মঞ্চ থেকে ভার্চুয়ালি তাঁকে সম্মান জানানো হয়। সম্মান জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই তিনি কৌশিক বসুকে বাংলায় এসে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, “আপনি দেশের মধ্যে অন্যতম সেরা অর্থনীতিবিদ। সারা বিশ্বে ঘুরে বেড়িয়েছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক কাজ করেছেন। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত।“ এরপরেই মমতা বলেন, “এবার বাংলায় এসে কাজ করুন। আপানার সুচিন্তিত মতামত, রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে কাজে দেবে।“

 

 

 

 

Previous articleতীর্থযাত্রীদের পায়ে ‘পেইন রিফিল’ মাখাচ্ছে পুলিশ, যোগীর পুলিশের কাণ্ডে ব্যাপক বিতর্ক
Next articleলোকসভায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভের জের, অধিবেশন থেকে সাসপেন্ড ৪ কংগ্রেস সাংসদ