তীর্থযাত্রীদের পায়ে ‘পেইন রিফিল’ মাখাচ্ছে পুলিশ, যোগীর পুলিশের কাণ্ডে ব্যাপক বিতর্ক

ধর্ম নিয়ে বাড়াবাড়ির ঘটনা যোগী রাজ্যে নতুন কিছু নয়। তাই বলে পুলিশের দায়িত্ব ছেড়ে তীর্থযাত্রীদের পায়ে মালিশ। এই ঘটনাই দেখতে হল উত্তরপ্রদেশে(UttarPradesh)। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যে নিরাপত্তা(State Security) রক্ষায় একের পর এক প্রশ্নের মুখে পড়া যোগীর পুলিশ(Police) এবার তীর্থযাত্রীদের পায়ের ব্যাথা দূর করার ‘গুরু দায়িত্ব’ কাঁধে নিল?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কানোয়ার যাত্রা উপলক্ষ্যে যাওয়া শিব ভক্তদের পায়ে ‘পেইন রিফিল’ মাখাচ্ছেন এক পুলিশ আধিকারিক। আর এই ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমত বিতর্ক শুরু হয়। উত্তরাখণ্ডে কানোয়ার যাত্রা উপলক্ষ্যে সে রাজ্যে যাত্রা করছেন লক্ষ লক্ষ ভক্ত। আর সেই সব তীর্থযাত্রীদের জন্য তাদের যাত্রাপথে উত্তরপ্রদেশের হাপুর জেলায় বিশ্রামের জন্য ব্যবস্থা করেছিল সরকার। সেখানেই দেখা যায়, সোমবীর সিং নামে এক পুলিশ আধিকারিক তীর্থযাত্রীদের পায়ে পেইন রিলিফ মাখাচ্ছেন। এরপরই বিতর্ক চরম আকার নেয়। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। মানুষের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ, কখনই কারও পা মালিশ করা পুলিশের দায়িত্ব হতে পারে না। সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। অভিযোগ তোলা হয়েছে, একটি বিশেষ ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি উত্তরপ্রদেশে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে পুলিশের দায়িত্ব আসলে কী তা তিনি ভুলেছেন। তাই তীর্থযাত্রীদের পদসেবা করানোর জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।


Previous articleকোনও গুরুতর শারীরিক সমস্যা নেই, আজই পার্থকে ছেড়ে দেবে এইমস-ভুবনেশ্বর
Next articleবাংলায় আসুন: অর্থনীতিবিদ কৌশিক বসুকে বঙ্গবিভূষণ সম্মান জানিয়ে আবেদন মুখ্যমন্ত্রীর