Sunday, December 21, 2025

পার্থ-অর্পিতার ৯ দিন ইডি হেফাজতের নির্দেশ বিশেষ আদালতের

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল ইডির বিশেষ আদালত। সোমবার দীর্ঘক্ষণ শুনানির পর রাত সাড়ে দশটার পর আদালত রায় দিয়েছে, ৩ অগাস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি হেফাজতে থাকতে হবে। ৪৮ ঘণ্টার ব্যবধানে পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষারও নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার সকালে ভুবনেশ্বর এইমসের চার সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার পর রিপোর্ট দেন যে তাঁর ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। কিছুক্ষণ পরই তাঁকে ছেড়ে দেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়। কিন্তু কলকাতায় ইডির বিশেষ আদালতে রায় দিতে অনেক সময় লাগায় আজ পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ইডি আধিকারিকদের অনুরোধে সোমবার রাতে তিনি ভুবনেশ্বরের এইমসে থাকছেন। মঙ্গলবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটের বিমানে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর থেকে কলকাতায় নিয়ে আসা হবে।

এদিকে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় গ্রেফতার হওয়া পার্থকে সোমবার বিশেষ ইডি আদালতে ভার্চুয়ালি হাজির করানো হয়। বিচারক তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পার্থ চট্টোপাধ্যায়কে আরও ১৪ দিন ও অর্পিতা মুখোপাধ্যায়কে ১৩ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল ইডি। আদালত সূত্রে খবর, এদিন আদালতে পার্থর জামিনের আবেদন পেশ করেন তাঁর আইনজীবী।

সোমবার ব্যাঙ্কশাল আদালতে ইডির স্পেশাল কোর্টে আবেদন জানানো হয়, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জন্য তাদের হেফাজতে পাঠানো হোক। পার্থর আইনজীবী এই আবেদনের বিরুদ্ধে যুক্তি দেন, ” গ্রেফতারি আগে ২৪ ঘণ্টারও বেশি সময় পার্থর বাড়িতে ছিল ইডি। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হিসেব করলে দেখা যাবে ইতিমধ্যে পার্থ তিন দিন ইডির হেফাজতে রয়েছে।’’ পালটা যুক্তিতে ইডি-র আইনজীবী বলেন, ”হাসপাতালে ভর্তি থাকলে তাকে পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজত বলা চলে না। ”
শুনানির সময় এজলাসে হাজির করানো হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডির আইনজীবীর যুক্তি, ‘‘অর্পিতার বাড়িতে টাকা গুনতেই দু’দিন কেটে গিয়েছে। এর পর দু’দিন কাটল এজলাসে। কাজেই, জিজ্ঞাসাবাদের সময় পাওয়া যায়নি।” এদিনের শুনানিতে অর্পিতাকে ১৩ দিনের জন্য নিজেদের হেফাজতে চাইল ইডি।
এদিকে রবিবার ইএসআই হাসপাতাল থেকে সিজিও কমপ্লেক্স যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে ইডির কনভয়। অর্পিতা যে গাড়িতে বসেছিলেন, তার চালক আচমকা ব্রেক কষেন। চোট পান অর্পিতা। তাঁর আইনজীবী এদিন আদালতে অভিযোগ করেন, এই ঘটনার পর ছ’ ঘণ্টা চিকিৎসা করানো হয়নি অর্পিতার। ভবিষ্যতে এ ধরনের গাফিলিত যাতে না হয়, তা দেখার আবেদন করেছেন তিনি।
পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন পেশ করা হল আদালতে। এদিকে অর্পিতাকে নিজেদের হেফাজতে চাইল ইডি। তাদের হেফাজতেই হোক স্বাস্থ্য পরীক্ষা, সেই আবেদনও করল।অর্পিতার আইনজীবী নিলাদ্রি ভট্টাচার্য জানালেন, ‘‘সোমবার তাঁর মক্কেলের জামিনের আবেদন পেশ করা হয়নি। হেফাজতের মেয়াদ নিয়ে তর্ক-বিতর্ক চলেছে। ইডি ১৩ দিনের হেফাজত চেয়েছে। তার বিরুদ্ধে সওয়াল করা হয়েছে।’’
পার্থর আইনজীবীর যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি দিয়েছেন ইডির আইনজীবী। সোমবার ইডির হয়ে সওয়াল করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এম রাজু। ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির ছিলেন তিনি। বলেছেন, ‘‘হাসপাতালে ভর্তি থাকলে তাকে পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজত বলা চলে না। আমরা ইতিমধ্যে দু’ দিন হারিয়েছি। তাই পার্থকে আরও ১৪ দিনের হেফাজতে চাইছি আমরা। অর্পিতাকে ১২ দিনের জন্য হেফাজতে নিতে চাইছি।’’

ভুবনেশ্বর এইমসের দেওয়া রিপোর্ট আদালতে পেশ করেন ইডির আইনজীবী। বলেন, ‘‘পার্থ সুস্থ রয়েছেন। তিনি শুধু যে অসুস্থ হওয়ার ভান করেছেন, তা নয়, এক জন রোগীকেও বঞ্চিত করেছেন। এয়ার অ্যাম্বুল্যান্সের যাতায়াত করে টাকাও নষ্ট করেছেন।’’ চিকিৎসকদের দোষী সাব্যস্ত করা হোক বলেও দাবি করেছেন তিনি।

 

 

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...