আগামী, ২৮ জুলাই সেন্ট্রাল এভিনিউতে রাজ্য সদর দফতরের সামনে বিশেষ কালীপুজো করার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু শেষ মূহুর্তে কালীপুজো করা থেকে সরে এলো গেরুয়া শিবির। তবে কেন এই সিদ্ধান্ত বদল, তা এখনও খোলসা করে বিজেপি নেতৃত্ব। যদিও এই অকাল কালীপুজো উপলক্ষে জেলায় জেলায় চাল, ডাল তোলা শুরু করেছিলেন বিজেপির নেতা-কর্মীরা। তা দিয়েই নাকি মায়ের ভোগ প্রসাদ তৈরি করার কথা ছিল।