Thursday, November 13, 2025

পার্থ-অর্পিতা “ঘনিষ্ঠ” সম্পর্ক, নিয়মিত ফোন, যৌথ জমি! আদালতে দাবি ইডি আইনজীবীর

Date:

Share post:

দু’জনেই এখন ইডি (ED)হেফাজতে। চলছে জেরার প্রস্তুতি। রাজ্যজুড়ে এখন আলোচনার কেন্দ্রে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। দুর্নীতিতে সরাসরি যোগ এবং পার্থ-অর্পিতার “ঘনিষ্ঠ” সম্পর্ক, নামে-বেনামে কোটি কোটি টাকার নগদ, গয়না, বাড়ি, সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

এবার আদালতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করেছে। তদন্তকারীদের দাবি, পার্থ ও অর্পিতা যৌথ নামে একটি জমি কিনেছিলেন। আজ, সোমবার ইডির তরফে খুব জোরের সঙ্গে আদালতে এই চাঞ্চল্যকর দাবি করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু। তিনি জানান, মন্ত্রীর বাড়ি থেকে অর্পিতার বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। তল্লাশির সময়, ২১ জানুয়ারি ২০১২ সালের একটি নথি পাওয়া গিয়েছে, যা থেকে প্রমাণ হচ্ছে তাঁরা একসঙ্গে একটি জমি কিনেছিলেন। এদিন পার্থ ও অর্পিতার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি নিয়েও আদালতে মুখ খোলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। আলাদতে তাঁর দাবি, পার্থবাবু অর্পিতার খুব কাছের মানুষ। দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। কল রেকর্ডে স্পষ্ট, ফোনে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। তাই দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা প্রয়োজন। তাহলে দুর্নীতি নিয়ে উঠে আসবে অনেক তথ্য।

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী নিজের যুক্তি খাটিয়ে আদালতকে বলেন, “আমি আমার জুনিয়রকে ডাকতেই পারি। তাতে প্রমাণ হত না যে, অন্তরঙ্গ সম্পর্ক আছে।”


spot_img

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...