Wednesday, November 12, 2025

ভুবনেশ্বর থেকে সাতসকালেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় ফিরল ইডি

Date:

ভুবনেশ্বর এইমসে চিকিৎসার শেষে মঙ্গলবার সকালেই হুইলচেয়ারে করে কলকাতায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়কে।  মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে পার্থের উড়ান। এরপর বিমানবন্দর থেকে সোজা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পার্থকে নিয়ে যান ইডির আধিকারিকরা। ইডি সূত্রের খবর, এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় আজ থেকেই পার্থকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে।

আরও পড়ুন:বান্ধবী অর্পিতাকে একাধিক কোম্পানির মালকিন বানিয়েছেন পার্থ! ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

সোমবার হাইকোর্টের নির্দেশে ভুবনেশ্বর এইমসে পার্থকে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নীরিক্ষার পর হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, পার্থের শরীরে পুরনো কিছু সমস্যা রয়েছে। তার জন্য হাসপাতালে ভর্তির দরকাই নেই। রাতে পার্থকে ভুবনেশ্বরেই রাখে ইডি। মঙ্গলবার ভোরবেলায় পার্থকে নিয়ে ভুবনেশ্বর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।হাসপাতালের রিপোর্ট প্রকাশ্যে আসার কিছু পরেই কলকাতায় ইডির বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়। ওই শুনানিতে পার্থকে ভার্চুয়াল মাধ্যমে কোর্টে হাজির করানোর ব্যবস্থা করে ইডি। বিচারক তাঁকে ইডির হেফাজতের নির্দেশ দিয়েছেন। ইডি সূত্রের খবর, আজ থেকেই তৃণমূল মহাসচিবকে জেরা করা হবে। জানা গেছে, পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় সংস্থা।

সোমবার ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তাদের হেফাজতে চেয়েছিল ইডির আইনজীবী। পার্থের কারণেই এয়ার অ্যাম্বুল্যান্স করে যাতায়াত করে বিপুল খরচ হয়েছে বলে আদালতে দাবি করে ইডি। দু’পক্ষের সওয়াল জবাবের পর আদালত পার্থ-অর্পিতার ৩ তারিখ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয়।









Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version