ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ দ্বিতীয়বারের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে পৌঁছলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস সভানেত্রীকে ইডি বারবার তলব করায় বিক্ষোভে ফেটে পড়েছেন কংগ্রেস নেতা-সমর্থকরা। কংগ্রেস কার্যালয়ের সামনে ইতিমধ্যেই কর্মী-সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন তাঁরা । এমনকী এর প্রতিবাদে রাহুল গান্ধীর নেতৃত্বে ‘সংসদ টু সড়ক’ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। এদিকে বিক্ষোভের আঁচ করে ইতিমধ্যেই রাজঘাটে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন:দিল্লি-গুজরাতের নেতাদের রাজ্যকে “বঙ্গাল” উচ্চারণ ব্যথা দেয়! রূপার নিশানায় মোদি-শাহ?

এর আগে, গত ২১ জুলাই ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রায় তিন ঘণ্টা ধরে দফায় দফায় সোনিয়াকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর এ দিন ফের তলব করা হয় তাঁকে। সোনিয়া গান্ধীকে বারবার ইডি তলব করাকে ঘিরে রাজধানীতে শুরু হয়েছে বিক্ষোভ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে কংগ্রেস সভানেত্রীকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের নেতা-সমর্থকরা। দলের বিক্ষোভের আশঙ্কায় এদিন সকাল থেকেই দিল্লিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কংগ্রেসের সদর দফতর চত্বরেও।
