Saturday, November 29, 2025

ফতোয়াকে ফুঁৎকারে উড়িয়ে মেঘালয়ের নেতৃত্বকে সঙ্গে নিয়ে সংসদে তৃণমূলের বিক্ষোভ

Date:

Share post:

ফতোয়া জারি করেছিল সরকার। জানানো হয়েছিল সংসদ চত্বরে কোনরকম ধরনা ও বিক্ষোভ করা যাবে না। তবে সেই ফতোয়াকে ফুঁৎকারে উড়িয়ে সংসদ চত্বরে এবার প্রতিবাদে সামিল হল তৃণমূল(TMC)। পাশাপাশি উপস্থিত ছিলেন মেঘালয়ের(Meghalaya) নেতৃত্বরা। দাবি তোলা হয়, গারো ও খাসি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভূক্ত করে স্বীকৃতি দিতে হবে। মেঘালয়ের মুকুল সাংমাদের(Mukul Sangma) পাশাপাশি এদিন পোস্টার হাতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee), মহুয়া মৈত্র, শান্তনু সেনরা।

এদিন মেঘালয়বাসীর দাবিদাওয়া তুলে ধরে বিক্ষোভ দেখানো হয় সংসদ চত্বরে। মেঘালয়ের গারো ও খাসি ভাষার স্বীকৃতির দাবিতে একযোগে সরব মুকুল সাংমা, মহুয়া মৈত্ররা। অসম-মেঘালয় সীমানা চুক্তি বাতিল নিয়েও কেন্দ্রের কাছে মেঘালয়ের নেতারা দাবি তুলেছেন। সংসদ চত্বরে প্রতিবাদের পর তৃণমূলের সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এদিন সাংবাদিক বৈঠক করে মুকুল সাংমা বললেন, “দীর্ঘদিন ধরে নানা সুযোগসুবিধা থেকে বঞ্চিত মেঘালয়বাসী। অনেক কিছু আটকে রাখা হয়েছে। আমাদের দাবিগুলো এবার পূরণ করতে হবে কেন্দ্রকে। সেই বার্তাই দিতে এসেছি।” তবে পোস্টার হাতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সাংসদরা মিছিল করতে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ।

বাংলার বাইরে একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করেছে তৃণমূল। উত্তর-পূর্ব ভারতের অবহেলিত ছোট রাজ্য অসম, ত্রিপুরায় ইতিমধ্যেই তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে। সেখানকার সংগঠনের ভিতও মজবুত হয়ে উঠছে। মেঘালয়ে একসঙ্গে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা, বিধায়ক কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন। এই পরিস্থিতিতে সংসদে নিজেদের সর্বভারতীয় চরিত্র সুস্পষ্ট করাতে মেঘালয়ের সমস্যা নিয়ে সরব হল তৃণমূল।


spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...