Saturday, November 15, 2025

তৃণমূলের ৩৮ বিধায়ক যোগাযোগ রাখছেন : মিঠুনের দাবি ফ্লপ সিনেমার ডায়লগ ; কটাক্ষ কুণালের

Date:

হেস্টিংসে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী  বুধবার দাবি করেন,  ‘৩৮ তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। ২১ জন সরাসরি তার সঙ্গে যোগাযোগে রয়েছেন।’ এদিন আরও তাৎপর্যপূর্ণভাবে মিঠুন জানান যে, ১৮ রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে।আরও চারটে রাজ্যে যেকোনও সময় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলেই স্পষ্ট করেছেন মহাগুরু। তার এই দাবি অবশ্য ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “মাঝে মাঝে প্রচারে থাকতে এসব বলে থাকেন উনি। তাতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ওটা ওঁর কোনও ফ্লপ সিনেমার ডায়লগ।”

এদিন হেস্টিংসের দফতরে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে করেন মিঠুন চক্রবর্তী । পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে মিঠুনকে সাংগঠনিক কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সেভাবে আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না মিঠুন চক্রবর্তী। তারপর থেকে বিভিন্ন নির্বাচনে বিজেপি কার্যত ধুয়ে মুছে গিয়েছে। এমনকি, বিজেপিকে পেছনে ফেলে বামেরা ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছে এমন ইঙ্গিতও মিলতে শুরু করেছিল। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই বৈঠকে ছিলেন মিঠুনও।

একুশের বিধানসভার পর থেকেই বিজেপির (BJP) অন্দরে চওড়া হয়েছে ফাটল। দানা বেঁধেছে গোষ্ঠীদ্বন্দ্ব। শুভেন্দু-সুকান্ত-মালব্যদের ডানা ছাঁটতে নয়া যুগ্ম সম্পাদককে বসিয়েছে দিল্লি। এদিন তাঁর ডাকা বৈঠকেই হাজির ছিলেন মিঠুন। সেই বৈঠক শেষে ‘খেলা ঘোরা’র ইঙ্গিত দেন বলিউডি তারকা। বলেন, বিজেপির সঙ্গে তৃণমূল বিধায়কদের যোগাযোগ রাখার কথা। কিন্তু তাঁর সেই দাবি সম্পর্কে যে বিজেপির অন্দরেই কোনও তথ্য নেই, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বিরোধী দলনেতার মন্তব্যে।বিরোধী দলনেতা বলেন, এটা ওনার বক্রব্য। যিনি বলেছেন, তাকেই এর দায়িত্ব নিতে্ হবে।

 

 

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version