Thursday, November 13, 2025

২০২৪-এ আসবে না বিজেপি, ভয়ে এজেন্সি দিয়ে বাংলাকে বদনামের চেষ্টা হচ্ছে: তোপ মমতার

Date:

টিটাগড়ে মেট্রোর কোচ তৈরির কারখানার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রে বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে ভোরবেলা তল্লাশির প্রসঙ্গ তুলে মমতা বলেন, ২১ জুলাই ঐতিহাসিক সমাবেশের পরের দিন ২২ তারিখ ভোরেই কেন পদক্ষেপ ইডির! তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, কেন ভোরবেলা গেল তদন্তকারী দল? একদিনেই এত সম্পত্তির হদিশ পেল কী করে? বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “টাকা লুঠ করে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। এটা দেশের গণতন্ত্রের পক্ষে ভাল নয়। আর কথা বলতে গেলেই সকলকে সাসপেন্ড করেছে। খালি তিন-চারটে এজেন্সিকে দিয়ে সরকারকে জব্দ করছে।“

এরপরেই তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ২০২৪-এ ক্ষমতায় আসছে না বিজেপি। এটা আগেও বলেছি, এখনও বলছি। জ্যোতিষীদের কথা শুনে গেরুয়া শিবির বাড়ি ভেঙে বাড়ি করলেও, তাতে ভাগ্য পরিবর্তন হবে না। ভয় পেয়ে বাংলা ও বাংলার শাসকদলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কেউ ভুল করলেন, আর তা আইনত প্রমাণিত হলে- তিনি শাস্তি পাবেন। কিন্তু এই ভাবে কিছু প্রমাণের আগেই কাউকে দোষী বানিয়ে দেওয়া উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সবসময় বিবেকবানদের পক্ষে। বৃত্তবানদের পক্ষে নই। তাই আমাকে ধমকে-চমকে কোনও লাভ নেই। মহারাষ্ট্রর পরে ছত্তিসগঢ়, ঝাড়খণ্ড ও বাংলার দিকে গেরুয়া শিবির নজর দিয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু তাঁর মতে, বাংলাকে কব্জা করার সাধ্য বিজেপির নেই।


Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version