Friday, December 5, 2025

জ্যোতি বসুর আপ্ত সহায়কের থেকেই বারুইপুরে বাগানবাড়ি নিয়েছিলেন পার্থ! দাবি স্থানীয় নেতার

Date:

Share post:

বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে কোটি কোটি টাকা, গয়না উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। গ্রেফতার হয়েছেন অর্পিতাও। এরপর নামে-বেনামে একের পর এক সম্পত্তির হদিশ মিলছে পার্থ, অর্পিতা-সহ তাঁদের আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে। কোথাও অট্টালিকার মতো বিলাসবহুল বাড়ি তো কোথাও বিঘার পর বিঘা জমি। সন্ধান মিলছে একাধিক ব্যাঙ্ক একাউন্ট, লকার-সহ বিভিন্ন বিনিয়োগের নথিপত্র, এমনটাই জানা যাচ্ছে ইডি (ED) সূত্র মারফৎ।

এরই মাঝে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামে নতুন একটি সম্পত্তির হদিশ মিলেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর অঞ্চলের পুঁড়ি গ্রামে। তিন বিঘা জমির উপর পেল্লাই একটি দোতলা বাগান বাড়ি। বাগান বাড়ির নাম বিশ্রাম। নেমপ্লেটে লেখা সোহিনী। ঘটনাচক্রে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামও সোহিনী। উঁচু পাঁচিলে ঘেরা ওই বাগান বাড়িতে পুকুর, স্নানের ঘাট থেকে শুরু করে রয়েছে সুন্দর সুন্দর ফুল ও ফলের বাগান। এই বাগানবাড়ি নিয়ে এখন জোরচর্চা।এই বাগানবাড়ি নিয়ে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। পার্থ ঘনিষ্ঠ স্থানীয় এক নেতার দাবি, এই জমি ও বাগানবাড়ি বিক্রি হয়েছিল অনেক বছর আগে। বাম জমানার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর(Jyoti Basu) আপ্ত সহায়ক প্রথমে এই বাড়িটা কেনেন। তাঁর থেকেই পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় এই বাগানবাড়িটি নেন।

বর্তমানে এই বাগান বাড়ি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অথবা তাঁর নামেই বলে দাবি গ্রামবাসীদের। এই বাড়িতে পার্থবাবুকে অনেকবার আসতেও দেখেছেন এলাকাবাসীরা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এই বাড়িতে বেশি আসতেন বলে জানিয়েছেন বাড়ির প্রাক্তন কেয়ারটেকার।


spot_img

Related articles

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...