Friday, November 14, 2025

ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald) ইডির (Enforcement Directorate) দফতরে প্রশ্নোত্তর পর্ব শেষে নিজের বাসভবনের পথে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার সকাল ১১ টা নাগাদ দিল্লিতে ইডির সদর দফতর ‘প্রবর্তন ভবনে’ হাজিরা দিতে যান সোনিয়া। ১১টা ১৫ থেকেই শুরু হয় জিজ্ঞাসাবাদপর্ব (Interrogation)। সঙ্গে ছিলেন রাহুল (Rahul Gandhi), প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)।

এদিন তৃতীয় পর্বের সওয়াল জবাবের পর দুপুর ২টো নাগাদ ইডির দফতর থেকে বেরোতে দেখা যায় সোনিয়াকে। ২১ জুলাই ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির দফতরে প্রথম হাজিরা দেন সোনিয়া। তারপর থেকেই দফায় দফার চলছে জেরা। তবে বুধবারের পর আবার কবে জিঞ্জাসাবাদ করা হবে সভানেত্রীকে তা এখনও জানা যায়নি। তবে অসমর্থিত সূত্রে খবর, আপাতত এদিনই প্রথম পর্বের সওয়াল জবাব শেষ। পরবর্তীকালে তদন্তের সুবিধার্থে আবারও ডাকা হতে পারে তাঁকে। এর আগে একই মামলায় ইডির জেরার মুখে পড়েছিলেন রাহুল।

এদিকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এমন ম্যারাথন জিজ্ঞাসাবাদের বিরোধিতায় প্রথম থেকেই সরব কংগ্রেস। মঙ্গলবার ইডির দফতরে সোনিয়ার হাজিরা দেওয়ার আগে থেকেই উত্তাল হয়ে ওঠে দিল্লির রাজপথ। বিক্ষোভ, প্রতিবাদের জেরে আটক করা হয় রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা কর্মীকে। কেন্দ্রীয় সরকার নিজেদের ইচ্ছামতো বিরোধীদের কণ্ঠরোধ করতে ইডি, সিবিআইকে ব্যবহার করছে। যখন যেমন পারছে বিনা দোষে সবাইকে ডেকে হেনস্থা করার অভিযোগও উঠে আসছে।


Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version