শহরে উদ্ধার ২ কেজি হেরোইন, ধৃত ১

মণিপুর থেকে পার্সেলের মাধ্যমে তার কাছে মাদক পাঠানো হয়েছিল। কিন্তু সেই মাদক এজেন্টের কাছে পৌঁছে দেওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ে আব্বাস।

শহরে উদ্ধার   ২ কেজি হেরোইন। মাদক সমেত এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আব্বাস মন্ডল। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নদীয়ার কালিয়াগঞ্জের বাসিন্দা আব্বাস বেশ কয়েক বছর ধরে এই মাদক পাচারের সঙ্গে যুক্ত।

মণিপুর থেকে পার্সেলের মাধ্যমে তার কাছে মাদক পাঠানো হয়েছিল। কিন্তু সেই মাদক এজেন্টের কাছে পৌঁছে দেওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ে আব্বাস। থানায় ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানার চেষ্টা করছে যে আব্বাসের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কোনও যোগ আছে কিনা।