Sunday, December 21, 2025

দ্রৌপদীকে ‘রাষ্ট্রপত্নী’ বললেন অধীর, ক্ষমা চাওয়ার দাবিতে সরব বিজেপি

Date:

Share post:

সদ্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) ‘রাষ্ট্রপত্নী’ বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhuri)। দেশের সাংবিধানিক প্রধানকে কটাক্ষ করার জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে, এই দাবি তুলে স্মৃতি ইরানি ও নির্মলা সীতারমণ সহ বিজেপির (BJP) সাংসদরা লোকসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি সাংসদ ও মন্ত্রীদের বিক্ষোভর জেরে দুপুর ১২ টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। একই দাবিতে সংসদের বাইরেও বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি নেতৃত্ব।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় বুধবার সোনিয়া গান্ধীকে তৃতীয়বার ইডির জেরার মুখে পড়তে হয়। তারই প্রতিবাদে ধরনায় বসেন অধীর চৌধুরী সহ কংগ্রেস সাংসদরা। সেই সময় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে বসেন অধীর চৌধুরী। সেই ভিডিও সামনে আসতেই ফুঁসে ওঠে বিজেপি। আসরে নেমে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, “সোনিয়া গান্ধী দেশের সর্বোচ্চ আইনসভায় একজন মহিলাকে এভাবে অপমানিত হতে দিলেন। তিনি আদিবাসী বিরোধী, দলিত বিরোধী এবং নারী বিদ্বেষী।” তার পরেই স্মৃতি ইরানি, অধীরকে দ্রুত ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন। এই বিষয়ে মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, এটা দেশের আদিবাসী সম্প্রদায় এবং রাষ্ট্রপতির অপমান। অধীরের এখনই ক্ষমা চাওয়া উচিত। সোনিয়া গান্ধীরও ক্ষমা চাওয়া উচিত এই ধরনের লোককে এত বড় পদে নিয়োগ করার জন্য।

অধীরের মন্তব্যে দল অস্বস্তিতে পড়লেও তিনি ক্ষমা চাইতে নারাজ। তিনি বলেন, “তিনি রাষ্ট্রপতি বলতে গিয়েই ভুল করে রাষ্ট্রপত্নী বলে ফেলেছেন। এতে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। বিজেপি তিল থেকে তাল করার চেষ্টা করছে। এই ভুলের জন্য যদি আমাকে ফাঁসিতে চড়ানো হয়, তাহলে চড়ানো হোক।” নিজের মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য স্পিকারের কাছ থেকে সময়ও চেয়েছেন অধীর।

 

 

spot_img

Related articles

একলাফে নামল পারদ, আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন! 

উষ্ণতার গ্রাম সামান্য উর্ধ্বমুখী হতেই শীতের আমেজ থেকে বঞ্চিত হতে হয়েছিল দক্ষিণবঙ্গবাসীকে। শনিবারের ঘন কুয়াশার মাঝেই প্রায় ১৭...

রবিবাসরীয় ম্যারাথনে দুপুর পর্যন্ত একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের

ছুটির সকালে কলকাতার একাধিক রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ। রবিবার ভোর থেকে দুপুরে একটা পর্যন্ত ম্যারাথনের কারণে একাধিক গুরুত্বপূর্ণ...

উর্দি গায়ে প্রতিবাদী শাশ্বত, আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশ্যে ‘হোক কলরব’ মোশন পোস্টার 

দৃপ্ত চোখ, হাতে জ্বলন্ত বোতল। রাজ চক্রবর্তীর ছবিতে ফের পুলিশ অফিসারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তবে কোনও...

‘এ জন্মেই পুনর্জন্ম’, উৎপল সিনহার কলম

ক্রুর ঝড় থেমে গ্যাছে , এখন আকাশ বড় নীল। গাছের সবুজ পাতা কেঁপে কেঁপে অত্যন্ত সুসম বিন্যাসে আবার...