Tuesday, August 26, 2025

রাজ্যসভা থেকে সাসপেন্ড আরও ৩ বিরোধী সাংসদ, সংখ্যা বেড়ে ২৭

Date:

সংসদে(Parliament) বিরোধীদের কণ্ঠরোধ করতে ‘ফতোয়া’ চাপানো হয়েছে আগেই। আর সেই ফতোয়াকে হাতিয়ার করে সাসপেন্ড করা হচ্ছে একের পর এক বিরোধী সাংসদকে(Opposition MP)। বৃহস্পতিবার নতুন করে ৩ সাংসদকে বরখাস্ত করা হয়েছে। এই তালিকায় রয়েছেন আপ সাংসদ সন্দীপকুমার পাঠক, সুশীলকুমার গুপ্তা এবং নির্দল সাংসদ অজিতকুমার ভুঁইঞা। সব মিলিয়ে এখনও পর্যন্ত সংসদে সাসপেন্ড হওয়া সদস্যের সংখ্যা দাঁড়ালো ২৭ জন। যাঁদের মধ্যে ৪ জন লোকসভার সদস্য।

রাজ্যসভা সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সংসদে গুজরাটের বিষমদকাণ্ড নিয়ে সরব হন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। অভিযোগ সেই সময় সংসদ কক্ষে শ্লোগান দেওয়ার পাশাপাশি কাগজ ছিঁড়ে চেয়ারম্যানের চেয়ারের দিকে ছুঁড়েও মারেন। যার জেরেই চলতি সপ্তাহের জন্য ওই সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। তাঁর পাশাপাশি সাসপেন্ড করা হয় আর ২ সাংসদকে। এদিকে সংসদে একের পর এক সাসপেনশনের ঘটনায় সরব হয়েছেন তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও ব্রায়েন।

পাশাপাশি সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদদের নিয়ে পঞ্চাশ ঘণ্টার ম‌্যারাথন অবস্থানের আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে। বিরোধী শিবিরের প্রত্যেকেই যাতে অবস্থানে এসে কিছুক্ষণ কাটান, সেই ব্যবস্থাও করেছে। একইসঙ্গে দেশে বাড়তে থাকা ভয়াবহ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংসদের অন্দরে সরব হয়েছে ঘাসফুল শিবির।


Related articles

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...
Exit mobile version