Wednesday, August 20, 2025

১৭ বছর হলেই ভোটার কার্ডের জন্য আবেদন, বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের

Date:

আর ১৮ নয়, এবার থেকে ১৭ বছর বয়স হলেই ভোটার কার্ডে (Voter Card) নিজেদের নাম তুলতে পারবেন ভারতীয় নাগরিকরা (Citizens of India)। বৃহস্পতিবার এমনই নির্দেশিকা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন (Election commission Of India)। এতদিন পর্যন্ত একজন ভারতীয় নাগরিককে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ১৮ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো। কিন্তু এবার সেই নিয়মে বড়সড় বদল আনলো নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী ১৭ বছর বয়সীদের নাম ভোটবুকে নথিভুক্তকরণের জন্য যত দ্রুত সম্ভব রাজ্যগুলিকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুরানো নির্দেশিকা অনুসারে এতদিন পর্যন্ত একজন নাগরিকের বয়স ১ জানুয়ারিতে ১৮ বছর হলে তবেই তার নাম উঠতো ভোটার তালিকায়। তবে ২ জানুয়ারিতে যেসব নাগরিকদের বয়স ১৮ বছর সম্পূর্ণ হচ্ছিল তারা ভোটার তালিকায় নিজেদের নাম তুলতে পারতেন না। সেক্ষেত্রে তাদের আরও এক বছর অপেক্ষা করতে হতো। ইতিমধ্যে মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar) ও নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে (Anup Chandra Pandey) প্রযুক্তিগত বিষয়ের উপর বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে নির্বাচন আইন সংশোধন করে কেন্দ্র। সংসদের দুই কক্ষেই পাস হয়ে যায় নির্বাচনী আইন বিল (সংশোধিত) ২০২১। এই বিলেই কিছু সংশোধনী আনা হয়। যার মধ্যে অন্যতম ছিল এক বছরে চারবার ভোটার কার্ডে নাম তোলার সুযোগ সুবিধা।


Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version