Pv Sindhu: কমনওয়েলথ গেমসে পতাকাবাহক পিভি সিন্ধু

২০১৮ সালেও কমনওয়েলথ গেমসে পতাকা ছিল সিন্ধুর হাতে।

0
1

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের (India) পতাকাবাহক পিভি সিন্ধু (PV Sindhu)। বুধবার এমনটাই জানান হল। চোটের কারণে কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না নীরজ চোপড়া (Neeraj Chopra)। তিনি বাদ যাওয়ার কারণেই এবারের গেমসে পতাকাবাহক সিন্ধু। ২০১৮ সালেও কমনওয়েলথ গেমসে পতাকা ছিল সিন্ধুর হাতে।

এদিকে আজ থেকেই বার্মিংহামে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games)। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ২৬টি সোনা-সহ মোট ৬৬টি পদক জিতেছিল ভারত। এবার সেই পদকের সংখ্যা ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই বার্মিংহামে পা রেখেছেন ভারতীয়রা। তবে এবারের কমনওয়েলথে নেই শুটিং। যা ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা। অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার শেষ মুহূর্তে ছিটকে যাওয়াও বড় ক্ষতি। তবুও ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তের উপরে ভরসা রাখছে ভারতীয় শিবির। এছাড়া টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু, রুপোজয়ী কুস্তিগীর রবি দাহিয়া, ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বড়গোঁহাইরা পদক জয়ের প্রবল দাবিদার।
এছাড়াও মহিলা ক্রিকেট দল, পুরুষ হকি দলের কাছ থেকেও পদকের আশা করছে ভারত। টেবিল টেনিস দলের সাম্প্রতিক পারফরম্যান্সও পদকের স্বপ্ন উসকে দিচ্ছে।

আরও পড়ুন:Sandesh Jhingan: জল্পনার অবসান, এটিকে মোহনবাগান ছাড়লেন সন্দেশ ঝিঙ্গান