Saturday, August 23, 2025

স্বৈরাচারী কেন্দ্রের বিজেপি সরকার। মূল্যবৃদ্ধি ও খাদ্যপণ্যের জিএসটির প্রতিবাদে উত্তাল সংসদ ভবন চত্বর। প্রতিবাদ রুখতে ব্যর্থ। ভয়ে আলোচনা পর্যন্ত করতে চায়নি কেন্দ্রীয় সরকার।এমনকি সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে স্বেচ্ছাচারী ভঙ্গিতে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সাংসদরা বিক্ষোভে নেমেছেন। বুধবার গান্ধীমূর্তি নিচে ৫০ ঘণ্টার অবস্থান-বিক্ষোভ শুরু করেন তৃণমূলের ৭ সাংসদ -সহ সাসপেন্ড হওয়া মোট ২০ রাজ্যসভার সাংসদ।  বৃহস্পতিবার সকালেও গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে শামিল হয়েছেন তাঁরা। রয়েছেন লোকসভার চার সাসপেন্ডেড কংগ্রেস সাংসদও । শুক্রবার দুপুর ১টা পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন:Sonia Gandhi: তৃতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য আজ ফের তলব সোনিয়াকে 

এদিকে বিরোধীদের বিক্ষোভের জেরে বুধবারও দফায় দফায় বাদল অধিবেশন মুলতুবি হয়েছে। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলির অভিযোগ, বাদল অধিবেশনের গোড়া থেকে মূল্যবৃদ্ধির বিষোয়ে আলোচনার দাবি জানিয়েছে তারা। গ্যাসের দাম বাড়ানো, খাদ্যপণ্যে জিএসটি বৃদ্ধির বিরুদ্ধে বিতর্ক চেয়ে মুলতুবি প্রস্তাবের নোটিসও দিয়েছে। কিন্তু মোদি সরকার আলোচনায় বসতে রাজি নয়। ওয়েলে নেমে প্রতিবাদ শুরু করেন সাংসদেরা। অগণতান্ত্রিকভাবে আলোচনা করতে না চেয়ে রাজ্যসভা থেকে মঙ্গলবার সাসপেন্ড করা হয় ২০ জন সাংসদকে। সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নূর, শান্তনু সেন, আবিররঞ্জন বিশ্বাস, নাদিমূল হক এবং শান্তা ছেত্রিকে। আর অন্য দলের সাসপেন্ড হওয়া সাংসদরা হলেন, কানিমোঝি- সহ  ডিএমকের ৬ জন, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির ৩ সাংসদ, সিপিআইয়ের এক এবং আম আদমি পার্টির একজন সাংসদ। আগে সোমবার অধিবেশন চলাকালীন কংগ্রেসের চার সাংসদকে সংসদের অধিবেশনের বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করা হয়।

প্রসঙ্গত, আগামী ১২ অগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশন চলবে। তার আগে কেন্দ্রীয় সরকার বিরোধীদের দাবি মেনে আকচনায় বসতে রাজি হন কিনা সেটাই দেখার।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version