Wednesday, August 27, 2025

মিঠুন চক্রবর্তীকে ‘মিথ্যাবাদী’ -‘পাড়ার গুলবাজ’ বলে কটাক্ষ করল ‘জাগো বাংলা’!

Date:

এবার জাগোবাংলার সম্পাদকীয় প্রতিবেদনে সরাসরি আক্রমণ করা হল মিঠুন চক্রবর্তীকে। বুধবার কলকাতায় এসে বিজেপির হেস্টিংস অফিসে বৈঠক শেষ করেই ওই বিজেপি নেতা সাংবাদিক সম্মেলনে আক্রমণ করেন তৃণমূলকে। বিভিন্ন তৃণমূল বিধায়ক এবং নেতারা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেন।তার এই অযৌক্তিক দাবির বিরুদ্ধেই মুখ খুলল তৃণমূল। পাড়ার দাদা বলে আক্রমণ করা হল মিঠুন চক্রবর্তীকে।

২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির হয়ে রাজ্যে প্রচারে এসেছিলেন মিঠুন। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালান তিনি। বলেন যে মানুষের উচ্ছ্বাস দেখে তাঁর মনে হয়েছে যে সেই নির্বাচনে বিজেপি জিতবে। সেই কথা মনে করিয়ে জাগো বাংলায় লেখা হয়েছে, একুশের বিধানসভা ভোটের সময় তিনি ভাড়াটে সৈন্য হয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে।প্রতিবেদনে আরও বলা হয়েছে মিঠুনের ভ্রান্ত ধারণা ছিল যে তাঁর রাজনৈতিক কেরিয়ার সিনেমার মতোই হবে এবং তিনি যা বলবেন তাই হবে। সেখানে আরও বলা হয়েছে যে তার স্বপ্ন ভেঙে গিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, নিজের এবং তাঁর ছেলের ব্যবসা বাঁচাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি মেরেছেন এবং বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও সেখানে আরও বলা হয়েছে যে বিজেপিতে যোগ দিলেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ‘মসিহা’ হওয়া যাবে না।

পশ্চিমবঙ্গে প্রচার চলাকালিন অসুস্থ হয়ে পরেন মিঠুন। সেই কথা মনে করিয়ে দিয়ে লেখা হয়েছে, বহু দফায় নির্বাচন এবং বিজেপির বিভিন্ন নেতার পশ্চিমবঙ্গ ভ্রমণের পরেও হেরে জায় বিজেপি এবং এরপর থেকে সেই সব নেতা কর্মী সহ মিঠুন চক্রবর্তি, কাউকেই আর দেখা যায়নি রাজ্যে। মিঠুন চক্রবর্তীকে সরাসরি আক্রমণ করে প্রশ্ন করা হয়েছে পশ্চিমবঙ্গকে তিনি ‘ফাটাকেষ্টর সেট’ মনে করেন কিনা। সেখানে আরও বলা হয়েছে যে মিঠুন চক্রবর্তি মিথ্যা কথা বলা অভ্যাস করে ফেলেছেন। কিছুদিন পরে তাঁর কথা আর কেউ বিশ্বাস করবে না।

নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করেছে ইডি। সেই প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, “দুর্নীতির প্রামাণ না থাকলে ঘুমিয়ে থাকুন। প্রমাণ থাকলে কেউ বাঁচাতে পারবে না।” একই সঙ্গে অভিনেতার পাল্টা চ্যালেঞ্জ, “আগামিকাল স্বচ্ছ ভোট হলে এ রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে।” তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অ্যালকেমিস্ট চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসডার, সারদার সুবিধাভোগী কীসের টাকা ফেরত দিয়েছেন? যতদিন রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল, ততদিন এক পয়সাও ফেরত দেননি। যেদিন ইডি কলার ধরেছে, সেদিন টাকা ফেরত দিয়েছেন মিঠুন চক্রবর্তী’। তাঁর দাবি, ওঁর তো অ্যারেস্ট হওয়া উচিত। অ্যালকেমিস্টের মামলাতেই অ্যারেস্ট হওয়া উচিত’।

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version