Tuesday, November 4, 2025

মাঝআকাশে বিপর্যয়! রাজস্থানে ভেঙে পড়ল মিগ যুদ্ধবিমান, মৃত ২

Date:

মাঝআকাশে আচমকাই বিপর্যয়!রাজস্থানের বারমেরের ভিমদার কাছে ভেঙে পড়ল যুদ্ধ বিমান মিগ ২১ বাইসন। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা দু’জন পাইলটের মৃত্যু হয়েছে। ভিমদা গ্রামে প্রায় অর্ধেক কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ।

আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে দূষিত জল খেয়ে মৃত ২, অসুস্থ ৪৫

ঘটনার খবর পেতেই এলাকায় পৌঁছন স্থানীয় জেলাশাসক, পুলিশ সুপার এবং বায়ুসেনার আধিকারিকেরা। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এ প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, রাজস্থানের উতরলাই বায়ুসেনা ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ান শুরু করে দুই আসন বিশিষ্ট মিগ-২১ যুদ্ধবিমানটি। রাতে ৯টা ১০ মিনিট নাগাদ বারমের জেলায় দুর্ঘটনার সম্মুখীন হয় বিমানটি। দুই চালকই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। ঘটনায় শোকপ্রকাশ করেছে আইএএফ, শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এরআগেও  বায়ুসেনার এই যুদ্ধবিমান ভেঙে পড়েছিল রাজস্থানের সুরাতগড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে যাওয়া এই বিপর্যয়ে সেবার কোনওক্রমে রক্ষা পেয়েছিলেন পাইলট। এর পরে ফের মার্চ মাসে ভেঙে পড়ে আরও একটি মিগ ২১ বাইসন। সেটিও নিয়মমাফিক ট্রেনিংয়ের সময় আকাশে ওড়ার কিছু মুহূর্তের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয়। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার। এর পরে মে মাসেই ফের ঘটে বড় দুর্ঘটনা। ভেঙে পড়েছিল বায়ুসেনার আরও একটি মিগ ২১ বাইসন যুদ্ধবিমান।পাঞ্জাবের মোগার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version