Wednesday, November 12, 2025

কমনওয়েলথ গেমসে প্রথম ম‍্যাচে জয় সিন্ধুর, ঘানাকে ৫-০ ব্যবধানে হারাল মহিলা হকি দল

Date:

ভারতের (India) কাছে ভালোই কাটল কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) প্রথম দিন। ক্রিকেটে ভারতীয় মহিলা (India Cricket Women Team) দলের অস্ট্রেলিয়ার (Australia) কাছে হার ছাড়া, তুলনামূলক ভালোই কাটল ভারতের। হরমনপ্রীত কৌরদের হার এবং সাঁতার ছাড়া আর কোনও বিভাগে হতাশ করেননি ভারতের ক্রীড়াবিদরা। ব্যাডমিন্টন, বক্সিং, মহিলাদের হকিতে জয় এসেছে ভারতের।

কমনওয়েলথ গেমসে প্রথম দিনে ব্যাডমিন্টনে ভারতীয় দল নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে সহজেই প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল ভারতীয় শাটলাররা। ম‍্যাচে জিতলেন পিভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত। প্রথম ম্যাচ ছিল মিক্সড ডাবলস। সেখানে বি সুমিত রেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পার জুটি ২১-৯, ২১-১২ হারায় ইরফান সঈদ ভাট্টি এবং গজলা সিদ্দিকিকে। পরের ম্যাচে পুরুষদের সিঙ্গলসে শ্রীকান্ত ২১-৭, ২১-১২ গেমে হারান মুরাদ আলিকে। তৃতীয় ম্যাচে নামেন টোকিও অলিম্পিক্সে পদক জয়ী পিভি সিন্ধু। তিনি ২১-৭, ২১-৬ গেমে হারান মাহুর শাহজাদকে।

হকিতেই জয় ছিনিয়ে নেয় ভারত। এদিন মহিলা হকি দল ঘানাকে হারিয়েছে ৫-০ ব্যবধানে। জোড়া গোল গুরজিৎ কৌরের। একটি করে গোল করেন নেহা গয়াল, সঙ্গীতা কুমারি এবং সেলিমা টেট। বক্সিং-এ ও সাফল্য পেয়েছে ভারত। বক্সিং-এ পুরুষদের ৬৩.৫ কেজি বিভাগে ভারতের শিবা থাপা প্রথম রাউন্ডে হারান পাকিস্তানের সুলেমান বালোচকে। ৫-০ পয়েন্টে জিতেছেন তিনি।

আরও পড়ুন:Mohunbagan: মোহনবাগান রত্ন শ্যাম থাপা, সেরা লিস্টন-কিয়ান

 

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version