Wednesday, November 12, 2025

অভিষেকের বৈঠক নিয়ে আক্রমণের চেষ্টা, বিজেপির মুখের উপর জবাব তৃণমূলের

Date:

আন্দোলনরত এসএসসি (SSC) চাকরি প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) বৈঠক অত্যন্ত সদার্থক। জট খোলার চেষ্টা চলছে। বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারীদের নেতা শহিদুল্লা জানান “স্যর অত্যন্ত মানবিক। বৈঠক ইতিবাচক।” আর এতেই গায়ে জ্বালা ধরেছে বিরোধীদের। একটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা নেওয়া বৈঠককেও বিভিন্ন মহলের মাধ্যমে তারা প্রশ্নের মুখে ফেলতে চাইছে। তাদের মতে, রাজ্য সরকারের কোনও পদে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং তিনি আশ্বাস দেন কীভাবে? তবে এই প্রশ্নের জবাবে পাল্টা আক্রমণ শাণিয়েছেন তৃণমূল নেতৃত্বও।

বিরোধীদের মন্তব্য, চাকরিপ্রার্থীদের আশ্বাস দিতে পারে রাজ্য সরকার বা শিক্ষা দফতর। অভিষেক তো রাজ্য সরকারের কোনও পদে নেই। তিনি কীভাবে সরকারি চাকরির আশ্বাস দিতে পারেন? এই প্রশ্নের সপাটে জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূলের একটি সূত্র, ছবি প্রকাশ করে দেখিয়েছে, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে পাশে বসিয়ে বৈঠক করেছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। সেখানে বাংলাদেশ, পোল্যান্ড, সুইজারল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্যের শাসকদল প্রশ্ন তুলেছে, এক্ষেত্রে কীভাবে জে পি নাড্ডা এদের সঙ্গে বৈঠক করেন? তিনি তো কেন্দ্রীয় সরকারের কেউ নন। তৃণমূলের মতে, অভিষেকের সদর্থক ভূমিকা চাকরিপ্রার্থীদের মনে ভরসা যুগিয়েছে। এতেই গলা শুকিয়ে গিয়েছে বিজেপি-সহ বিরোধীদের। কারণ, তাদের উস্কানিমূলক রাজনৈতিক ষড়যন্ত্র এক্ষেত্রে কাজে আসবে না বলেই আশঙ্কিত তারা। এই কারণেই এখন ভিত্তিহীন প্রশ্ন তুলে তুলছে।

আরও পড়ুন- বিরোধীদের চাপে অবশেষে সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি সরকার

 

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version