Monday, August 25, 2025

টেকঅফের সময় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেল কলকাতাগামী যাত্রীবাহী বিমান

Date:

যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে গেল বিমানের চাকা। অসমের জোরহাটে বিমানবন্দরে এমন ঘটনা ঘটে। এহেন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন:Delhi: শেষ হল তৃণমূলসহ সাসপেন্ডেড বিরোধী সাংসদদের ৫০ ঘণ্টার ধর্না অবস্থান

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো ২০ মিনিট নাগাদ ইন্ডিগোর ৬ই-৭৫৭ বিমানটি  অসমের জোরহাট থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার সময় এমন ঘটনা ঘটে। নির্দিষ্ট সময়েই বিমানের চাকা এগোলেও টেকঅফ বা ওড়ার আগেই ঘটে বিপত্তি। রানওয়ে ধরে এগোনোর সময়ে আচমকা চাকা পিছলে যায় এবং পাশে থাকা জমিতে নেমে যায়। বৃষ্টি হওয়ায় মাটি নরম ছিল, কাদায় বেশ কিছুটা গেঁথে যায় বিমানের চাকা। পরে রাত ৮ টা নাগাদ উড়ানটি বাতিল করা হয়। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, কেন এমন ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, বিমানে মোট ৯৮ জন যাত্রী ছিল। রানওয়ের ওই বিপত্তির এক ঘণ্টার মধ্যেই সমস্ত যাত্রীদের সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয়। তাদের ওয়েটিং রুমে বসানো হয় এবং খাবার ও পানীয় দেওয়া হয়। প্রাথমিক তদন্তে বিমানের কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছিল বলে মনে করা হয়। তবে দীর্ঘ ছয় ঘণ্টা ধরে বিমানটিকে পরীক্ষা করেও কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানা যায়নি।

Related articles

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...
Exit mobile version