Thursday, August 28, 2025

স্মৃতি কন্যার ‘বার’  বিতর্কের জের,  তিন কংগ্রেস নেতাকে সমন দিল্লি হাইকোর্টের

Date:

গোয়াতে স্মৃতি ইরানির (Smriti Irani) কন্যা জোয়েশের (Joyesh Irani) বেআইনি বার  (Bar) চালানোর অভিযোগে সরগরম দেশের রাজনীতি (Politice)। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর (Central Minister) বছর আঠারোর কন্যার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে কংগ্রেস (Congress)। টুইটারে একের পর এক পোস্ট করে বিপাকে ফেলেছে কেন্দ্রীয় মন্ত্রীকে। এবার কংগ্রেসের তিন নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh), পবন খেরা (Pawan Khera) ও নেট্টা ডিসুজাকে (Netta D’souza)  ২৪ ঘণ্টার মধ্যে টুইট (Tweet) মুছে ফেলার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi Highcourt)। পাশাপাশি স্মৃতি ইরানির দায়ের করা ২ কোটি টাকার মানহানি মামলায় আগামী ১৮ অগাস্ট হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । দিল্লি হাইকোর্ট আরও জানিয়েছে, যদি ওই নেতারা হাইকোর্টের নির্দেশ অমান্য করেন সেক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে পারে টুইটার।

জয়রাম রমেশ ইতিমধ্যে টুইট করে হাইকোর্টের সমনের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, দিল্লি হাইকোর্ট নোটিশ দিয়ে স্মৃতি ইরানির অভিযোগের যথাযথ উত্তর জানতে চেয়েছে। আমরা হাইকোর্টের কাছে যথাযথ তথ্য পেশ করব এবং সত্য শীঘ্রই সামনে আসবে। গত সপ্তাহেই তিন কংগ্রেস নেতা ও দলকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন স্মৃতি। তিনি চিঠি লিখে কংগ্রেস নেতাদের মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান ও তাঁর মেয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার হুঁশিয়ারিও দেন।

স্মৃতি ইরানি আরও জানান, তাঁর মেয়ের চরিত্র নিয়ে মিথ্যা রটনা এবং মানহানি (Defamation) করছে কংগ্রেস। এই অভিযোগের সাপেক্ষে কোনও প্রমাণ পেলে কংগ্রেসকে তা দর্শাতেও বলেন স্মৃতি। যেহেতু ন্যাশনাল হেরাল্ড মামলায়(National Herald Case) মুখ পুড়েছে কংগ্রেসের তাই তারা নোংরা রাজনীতির খেলায় মেতেছে বলে মত তার। তবে স্মৃতি কন্যা জোয়েশও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন। তিনি সাফ জানিয়েছেন, তিনি রেস্তোঁরাটির মালিক নন বা পরিচালনাও করেন না।

 

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version