Sunday, May 18, 2025

স্মৃতি কন্যার ‘বার’  বিতর্কের জের,  তিন কংগ্রেস নেতাকে সমন দিল্লি হাইকোর্টের

Date:

গোয়াতে স্মৃতি ইরানির (Smriti Irani) কন্যা জোয়েশের (Joyesh Irani) বেআইনি বার  (Bar) চালানোর অভিযোগে সরগরম দেশের রাজনীতি (Politice)। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর (Central Minister) বছর আঠারোর কন্যার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে কংগ্রেস (Congress)। টুইটারে একের পর এক পোস্ট করে বিপাকে ফেলেছে কেন্দ্রীয় মন্ত্রীকে। এবার কংগ্রেসের তিন নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh), পবন খেরা (Pawan Khera) ও নেট্টা ডিসুজাকে (Netta D’souza)  ২৪ ঘণ্টার মধ্যে টুইট (Tweet) মুছে ফেলার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi Highcourt)। পাশাপাশি স্মৃতি ইরানির দায়ের করা ২ কোটি টাকার মানহানি মামলায় আগামী ১৮ অগাস্ট হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । দিল্লি হাইকোর্ট আরও জানিয়েছে, যদি ওই নেতারা হাইকোর্টের নির্দেশ অমান্য করেন সেক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে পারে টুইটার।

জয়রাম রমেশ ইতিমধ্যে টুইট করে হাইকোর্টের সমনের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, দিল্লি হাইকোর্ট নোটিশ দিয়ে স্মৃতি ইরানির অভিযোগের যথাযথ উত্তর জানতে চেয়েছে। আমরা হাইকোর্টের কাছে যথাযথ তথ্য পেশ করব এবং সত্য শীঘ্রই সামনে আসবে। গত সপ্তাহেই তিন কংগ্রেস নেতা ও দলকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন স্মৃতি। তিনি চিঠি লিখে কংগ্রেস নেতাদের মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান ও তাঁর মেয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার হুঁশিয়ারিও দেন।

স্মৃতি ইরানি আরও জানান, তাঁর মেয়ের চরিত্র নিয়ে মিথ্যা রটনা এবং মানহানি (Defamation) করছে কংগ্রেস। এই অভিযোগের সাপেক্ষে কোনও প্রমাণ পেলে কংগ্রেসকে তা দর্শাতেও বলেন স্মৃতি। যেহেতু ন্যাশনাল হেরাল্ড মামলায়(National Herald Case) মুখ পুড়েছে কংগ্রেসের তাই তারা নোংরা রাজনীতির খেলায় মেতেছে বলে মত তার। তবে স্মৃতি কন্যা জোয়েশও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন। তিনি সাফ জানিয়েছেন, তিনি রেস্তোঁরাটির মালিক নন বা পরিচালনাও করেন না।

 

 

 

Related articles

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত...

১০০ দিনের কাজে ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, মোদি রাজ্যে গ্রেফতার মন্ত্রী-পুত্র

একশো দিনের কাজে বিরাট দুর্নীতি নরেন্দ্র মোদির (Narendra Modi State) রাজ্যে। গুজরাট থেকে গ্রেফতার করা হল বিজেপি মন্ত্রীর...

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা জরি শিল্পে, হাওড়া ‘জরি হাব’ থেকেই উত্তরণ শিল্পীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বাংলার সুপ্রাচীন জরি শিল্প। বাংলা বিশেষ করে হাওড়ার জরি শিল্প আদতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৮ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version