Sunday, May 18, 2025

খারিজ হোক শিশির অধিকারীর সাংসদ পদ, প্রিভিলেজ কমিটির কাছে দাবি তৃণমূলের

Date:

একুশের বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী(Shishir Adhikari)। এই প্রমাণের উপর ভিত্তি করেই শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে সরব হল তৃণমূল। বৃহস্পতিবার সংসদের প্রিভিলেজ কমিটির কাছে এই বক্তব্যই রেখেছেন লোকসভায় তৃণমূল কংগ্রেস(TMC) দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)।

জানা গিয়েছে গত ২১ জুলাই লোকসভার তরফে ডেপুটি সেক্রেটারি তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান। যেখানে বলা হয় ২৮ জুলাই এই মামলার শুনানিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হাজির থাকার জন্য। ওইদিন প্রিভিলেজ কমিটির সামনে উপস্থিত থেকে শিশিরবাবুকে নিয়ে দলের বক্তব্য পেশ করেন তৃণমূল সাংসদ। জানান, সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী দলবিরোধী আইন মোতাবেক শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ হোক। এরপর লোকসভার চেয়ারম্যান জানান, শিশির অধিকারীর কাছে তৃণমূলের লিখিত বক্তব্য পাঠানো হয়েছে। এবং শিশির অধিকারী এই বিষয়ে তাঁর বক্তব্য লিখিত আকারে জানিয়েছেন। চেয়ারম্যান জানান, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই প্রতিলিপিটি পাঠিয়ে দেওয়া হবে। তা দেখে নিয়ে পালটা নিজেদের বক্তব্য জানাতে পারবেন তৃণমূলের সংসদীয় দলনেতা।

উল্লেখ্য, ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি, অমিত শাহদের প্রচার সভায় একই মঞ্চে দেখা গিয়েছিল শিশির অধিকারীকে। প্রধানমন্ত্রীর সভা সরকারি অনুষ্ঠান হলেও অমিত শাহের সভাটি ছিল পুরোপুরি নির্বাচনী জনসভা। যদিও শিশির অধিকারীর বক্তব্য, তিনি কখনওই অন্য কোনও দলের পতাকা হাতে নেননি। তবে পদত্যাগ না করে অন্য দলের নির্বাচনী প্রচার মঞ্চে উপস্থিতিই দলবিরোধী আইন মেনে তাঁর সদস্য পদ খারিজের পক্ষে যথেষ্ট, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস (TMC)।


Related articles

বিভাজনের ইঙ্গিত থাকলে কড়া ব্যবস্থা: বীরভূম কোর কমিটি বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়

তৃণমূল শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের সব জেলায় ও সাংগঠনিক জেলার নেতৃত্বের পদে ঘোষণা হয়ে গিয়েছে। আগের থেকে...

থমাস কার্লোভিচ: মারাদোনার প্রিয় আর্জেন্তেনীয় ফুটবলের অজানা অধ্যায়

মারাদোনা(Diego Maradona) সেরা নাকি পেলে, এই নিয়ে দ্বন্দ আজীবন থেকেই গিয়েছে। পেলেকে(Pele) তাঁর থেকে সেরা কখনোই মানতে দেখা...

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে...
Exit mobile version