Thursday, November 13, 2025

খারিজ হোক শিশির অধিকারীর সাংসদ পদ, প্রিভিলেজ কমিটির কাছে দাবি তৃণমূলের

Date:

একুশের বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী(Shishir Adhikari)। এই প্রমাণের উপর ভিত্তি করেই শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে সরব হল তৃণমূল। বৃহস্পতিবার সংসদের প্রিভিলেজ কমিটির কাছে এই বক্তব্যই রেখেছেন লোকসভায় তৃণমূল কংগ্রেস(TMC) দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)।

জানা গিয়েছে গত ২১ জুলাই লোকসভার তরফে ডেপুটি সেক্রেটারি তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান। যেখানে বলা হয় ২৮ জুলাই এই মামলার শুনানিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হাজির থাকার জন্য। ওইদিন প্রিভিলেজ কমিটির সামনে উপস্থিত থেকে শিশিরবাবুকে নিয়ে দলের বক্তব্য পেশ করেন তৃণমূল সাংসদ। জানান, সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী দলবিরোধী আইন মোতাবেক শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ হোক। এরপর লোকসভার চেয়ারম্যান জানান, শিশির অধিকারীর কাছে তৃণমূলের লিখিত বক্তব্য পাঠানো হয়েছে। এবং শিশির অধিকারী এই বিষয়ে তাঁর বক্তব্য লিখিত আকারে জানিয়েছেন। চেয়ারম্যান জানান, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই প্রতিলিপিটি পাঠিয়ে দেওয়া হবে। তা দেখে নিয়ে পালটা নিজেদের বক্তব্য জানাতে পারবেন তৃণমূলের সংসদীয় দলনেতা।

উল্লেখ্য, ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি, অমিত শাহদের প্রচার সভায় একই মঞ্চে দেখা গিয়েছিল শিশির অধিকারীকে। প্রধানমন্ত্রীর সভা সরকারি অনুষ্ঠান হলেও অমিত শাহের সভাটি ছিল পুরোপুরি নির্বাচনী জনসভা। যদিও শিশির অধিকারীর বক্তব্য, তিনি কখনওই অন্য কোনও দলের পতাকা হাতে নেননি। তবে পদত্যাগ না করে অন্য দলের নির্বাচনী প্রচার মঞ্চে উপস্থিতিই দলবিরোধী আইন মেনে তাঁর সদস্য পদ খারিজের পক্ষে যথেষ্ট, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস (TMC)।


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version