Petrol Diesel price: আজ পেট্রোল ডিজেলের দাম কত, জানেন কি?

জ্বালানির ঊর্ধ্বমুখী দামের জ্বালায় অতিষ্ঠ দেশবাসী। ব্যতিক্রমী নয় বাংলাও (West Bengal) । সেঞ্চুরি পার করার পর থেকেই কিছুতে আর বাংলায় ১০০ টাকার নিচে নামছে না পেট্রোলের (Petrol)দাম। কলকাতায় পেট্রোল ও ডিজেলের (Diesel) দাম অনেক সময়েই ওঠানামা করে। অপরিশোধিত তেলের দামের বিচারে জ্বালানির দামে ফারাক তৈরি হয়। এবার দেখে নেওয়া যাক আজকে পেট্রোল এবং ডিজেলের কত দাম শহরে।

শনিবার ৩০ জুলাই ২০২২,

কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা।

দিল্লি : ৯৬.৭২ টাকা
মুম্বই : ১০৬.৩১ টাকা
চেন্নাই : ১০২.৬৩ টাকা
বেঙ্গালুরু: ১০১.৯৪ টাকা

কলকাতায় ১ লিটার ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।

দিল্লি: ৮৯.৬২ টাকা
মুম্বই : ৯৪.২৭ টাকা
চেন্নাই : ৯৪.২৪ টাকা
বেঙ্গালুরু: ৮৭.৮৯ টাকা


Previous articleFire incident: নিমতলার কাঠের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
Next articleAdhir Ranjan Chowdhury: রাষ্ট্রপত্নী বিতর্কে ইতি টানতে ক্ষমা চাইলেন অধীর