Saturday, November 29, 2025

‘রাষ্ট্রপত্নী’ মন্তব্য বিতর্ক: এবার পাল্টা স্মৃতির ক্ষমা চাওয়ার দাবি জানালেন অধীর 

Date:

Share post:

‘রাষ্ট্রপত্নি’ মন্তব্যকে ঘিরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এই মন্তব্যের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ক্ষমা প্রার্থনা করে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এবার বহরমপুর সাংসদের নিশানায় বিজেপির স্মৃতি ইরানি। তাঁর মন্তব্যকে ঘিরে লোকসভায় ডামাডোল চলকালীন কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রপতিকে নাম ধরে ডেকেছেন বলে দাবি করে লোকসভার স্পিকারের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন অধীর। এরজন্য স্মৃতি ইরানিকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন।লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে অধীর জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাম নেওয়ার সময় ন্যুনতম সৌজন্য দেখাননি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি রাষ্ট্রপতি বা ম্যাডাম বা শ্রীমতি শব্দটি ব্যবহার না করে সংসদে চিৎকার করে বারবার শুধুমাত্র দ্রৌপদী মুর্মু বলে চিৎকার করে যাচ্ছিলেন বলে অধীর অভিযোগ করেছেন। এই ঘটনা মহামান্য রাষ্ট্রপতির পদমর্যাদা করার সামিল বলে দাবি করেছেন লোকসভার কংগ্রেস নেতা। পাশাপাশি রাষ্ট্রপতিকে অমর্যাদার কারণে স্মৃতি ইরানিকে সংসদ থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন তিনি।

অধীর আরও বলেছেন, ‘রাষ্ট্রপত্নি’ মন্তব্য নিয়ে অযৌক্তিক বিতর্ক টেনে আনা হয়েছিল। তিনি যে হিন্দিতে খুব একটা অভ্যস্ত নন, তাও উল্লেখ করেছেন। আর এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি দুঃপ্রকাশ করেছেন। আর এ জন্য তিনি যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, স্পিকারকে লেখা চিঠিতে তারও উল্লেখ করেছেন।অধীরের আবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতিকে নাম ধরে ডাকার জন্য স্মৃতি ইরানি ক্ষমা চান কিনা, তা এখন স্পিকারের কোর্টে। শেষ পর্যন্ত অধীরের দাবি মেনে স্মৃতি ক্ষমা চান কিনা, সেটা সময়ই বলবে।

 

 

spot_img

Related articles

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...