Monday, December 15, 2025

সংগীতশিল্পী নির্মলা মিশ্রর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পীমহল

Date:

Share post:

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাত ১২টা ৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়।গত বেশ কয়েক মাস ধরেই বার্ধ্যকজনিত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতজগত।

আরও পড়ুন:কিংবদন্তি সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র-র মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

বর্ষীয়ান সংগীতশিল্পীর মৃত্যুতে গায়িকা হৈমন্তী শুক্লা বলেন, “বহুদিন ধরে ওঁর গান শুনছি। আমার খুব প্রিয় শিল্পী, প্রিয় মানুষ। তবে শেষ কিছুদিন খুবই কষ্ট পাচ্ছিলেন। এই চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। ” এদিকে শিল্পীর মৃত্যুতে কান্নায় বিহ্বল হয়ে পড়েন শিল্পী শম্পা কুণ্ডু। তিনি বলেন,  ‘আমাকে গানের জগতে নিয়েই এসেছিলেন তিনি। তবে আজ ওঁকে শেষ দেখা দেখতে যেতে পারব না।’ শিল্পী সৈকত মিত্র বলেন, ‘নিকট আত্মীয় বললেও কম বলা হয়।আমাকে ছেলের মতো নয়, ছেলেই মনে করতেন। ওঁর মতো প্রাণবন্ত মানুষ খুব কম দেখেছি। শিল্পী হিসাবে উনি কেমন, সেটা বলার যোগ্যতা আমার নেই।’

গায়িকা ইমন চক্রবর্তী কিংবদন্তী শিল্পীর গান শেয়ার করে লেখেন, ‘এই কণ্ঠের কোনও মৃত্যু নেই।’ শিলাজিৎ মজুমদার শোকপ্রকাশ করে লিখেছেন, ‘খুব কম মিশলেও, মনে হয়েছিল মানুষটার মধ্যে শিল্পীদের মত খ্যাপামি আছে। যখনই দেখা হয়েছে, মনে হয়নি মানুষটা দূরের। দেখা হলেই উনি আশীর্বাদ করেছেন।’ সংগীত শিল্পী মনোময় ভট্টাচার্য শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “নির্মলা মিশ্র কষ্ট থেকে মুক্তি পেলেন…।”

সংবাদমাধ্যমকে নির্মলা মিশ্রর ছেলে শুভদীপ দাশগুপ্ত বলেন, “২০১৫ সালে সেরিব্রাল অ্যাটাক হয়। তারপর থেকেই মা আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। বিছানায় শুয়েই থাকতেন। ২০১৮ সাল থেকে মায়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয়। হাসপাতাল আর বাড়ি করতে হয়েছে বহুবার। শনিবার সকালে অসুস্থতা বাড়ে। মায়ের খুব শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে নিয়ে যেতে চায়নি মা। রাতেই সব শেষ হয়ে গেল। চোখের সামনে চলে গেল মা।”

spot_img

Related articles

তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগ টানতে বড় করছাড় রাজ্যের

তথ্যপ্রযুক্তি শিল্পকে আরও উৎসাহ দিতে সম্পত্তি করের ক্ষেত্রে বড় ছাড়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর...

একই দিনে মুর্শিদাবাদের পর এসআইআই আতঙ্কে আত্মহত্যার অভিযোগ দুর্গাপুরে

দুর্গাপুরের ইস্পাত নগরীর ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন এলাকায় নাগরিকত্ব হারানোর আতঙ্কে (SIR Controversy) ফের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ...

৩২ বছর পর ফের হুগলিতে ‘বিশ্ব ইজতেমা’

ইজতেমার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন...

মেসির হাতে টিম ইন্ডিয়ার জার্সি, তারকা সমাবেশে সফল আয়োজন দিল্লির

হায়দরাবাদ, মুম্বইয়ের পরে এবার দিল্লিতে সফলভাবে আয়োজিত হল মেসির (Messi)গোট ইভেন্ট। বিমানবিভ্রাটের জন্য সোমবার নির্ধারিত সময়ের কিছুটা পরেই...