Friday, January 9, 2026

সংগীতশিল্পী নির্মলা মিশ্রর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পীমহল

Date:

Share post:

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাত ১২টা ৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়।গত বেশ কয়েক মাস ধরেই বার্ধ্যকজনিত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতজগত।

আরও পড়ুন:কিংবদন্তি সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র-র মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

বর্ষীয়ান সংগীতশিল্পীর মৃত্যুতে গায়িকা হৈমন্তী শুক্লা বলেন, “বহুদিন ধরে ওঁর গান শুনছি। আমার খুব প্রিয় শিল্পী, প্রিয় মানুষ। তবে শেষ কিছুদিন খুবই কষ্ট পাচ্ছিলেন। এই চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। ” এদিকে শিল্পীর মৃত্যুতে কান্নায় বিহ্বল হয়ে পড়েন শিল্পী শম্পা কুণ্ডু। তিনি বলেন,  ‘আমাকে গানের জগতে নিয়েই এসেছিলেন তিনি। তবে আজ ওঁকে শেষ দেখা দেখতে যেতে পারব না।’ শিল্পী সৈকত মিত্র বলেন, ‘নিকট আত্মীয় বললেও কম বলা হয়।আমাকে ছেলের মতো নয়, ছেলেই মনে করতেন। ওঁর মতো প্রাণবন্ত মানুষ খুব কম দেখেছি। শিল্পী হিসাবে উনি কেমন, সেটা বলার যোগ্যতা আমার নেই।’

গায়িকা ইমন চক্রবর্তী কিংবদন্তী শিল্পীর গান শেয়ার করে লেখেন, ‘এই কণ্ঠের কোনও মৃত্যু নেই।’ শিলাজিৎ মজুমদার শোকপ্রকাশ করে লিখেছেন, ‘খুব কম মিশলেও, মনে হয়েছিল মানুষটার মধ্যে শিল্পীদের মত খ্যাপামি আছে। যখনই দেখা হয়েছে, মনে হয়নি মানুষটা দূরের। দেখা হলেই উনি আশীর্বাদ করেছেন।’ সংগীত শিল্পী মনোময় ভট্টাচার্য শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “নির্মলা মিশ্র কষ্ট থেকে মুক্তি পেলেন…।”

সংবাদমাধ্যমকে নির্মলা মিশ্রর ছেলে শুভদীপ দাশগুপ্ত বলেন, “২০১৫ সালে সেরিব্রাল অ্যাটাক হয়। তারপর থেকেই মা আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। বিছানায় শুয়েই থাকতেন। ২০১৮ সাল থেকে মায়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয়। হাসপাতাল আর বাড়ি করতে হয়েছে বহুবার। শনিবার সকালে অসুস্থতা বাড়ে। মায়ের খুব শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে নিয়ে যেতে চায়নি মা। রাতেই সব শেষ হয়ে গেল। চোখের সামনে চলে গেল মা।”

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...