এমন কাজ করবেন না যাতে মন্ত্রিসভার অসম্মান হয়: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকে, এই রাজ্যের মন্ত্রীদের প্রতি কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানান, ‘‘এমন কাজ করবেন না যাতে মন্ত্রিসভার অসম্মান হয়। দলের অসম্মান হয়।‘’

এসএসসি (SSC) নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। তাঁকে ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে অপসারিত করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চান না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।

প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা হয়েছে। এরপরেই পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর পাশাপাশি দল থেকেও সাসপেন্ড করা হয়েছে। এদিন, মন্ত্রিসভার বৈঠকে, এই রাজ্যের মন্ত্রীদের প্রতি কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানান, ‘‘এমন কাজ করবেন না যাতে মন্ত্রিসভার অসম্মান হয়। দলের অসম্মান হয়।‘’

আরও পড়ুন- পাঠার মাংস খেতে চাইছেন পার্থ! ২পিস চিকেনে “আবদার” মেটালো ইডি
একই সঙ্গে এদিন মমতা বলেন, সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), সাধন পাণ্ডের (Sadhan Pandey) মৃত্যুতে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। এর পাশাপাশি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। সেই কারণেই মন্ত্রিসভার রদবদল হবে। মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই জল্পনা করছিলেন কামরাজ মডেলে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা গঠিন হবে। কিন্তু তেমন কোনও পরিকল্পনা তাঁদের নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বুধবার, ছোট রদবদল হবে।

 

 

 

Previous articleলালবাতির ব্যবহারে আইন ভাঙলে কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য, অনুব্রত মামলায় জিজ্ঞাসা হাইকোর্টের
Next articleভয়াবহ মূল্যবৃদ্ধি: কাঁচা বেগুনে কামড় দিয়ে সংসদে সরব কাকলি