Friday, November 14, 2025

পানীয় জলের নামে ‘বিষ পান’ করছেন দেশবাসী, চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রের

Date:

দেশজুড়ে জলসঙ্কট(Water Crisis) নিয়ে পূর্বাভাষ আগেই দেওয়া হয়েছিল কেন্দ্রের(Central) তরফে। এবার প্রকাশ্যে এল আরও চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি রাজ্যসভায় কেন্দ্রের তরফে যে রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে তা ভয় ধরানোর জন্য যথেষ্ট। রিপোর্টে দাবি করা হয়েছে অধিকাংশ দেশবাসী যে জল পান করছেন তা কার্যত বিষ(Poision)। রিপোর্টে জানানো হয়েছে, দেশের প্রায় সব রাজ্যের সব জেলাতে ভূগর্ভস্থ জলে পাওয়া গিয়েছে বিষাক্ত উপাদান।

কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, দেশের ২৫টি রাজ্যের ২০৯টি জেলায় ভূগর্ভস্থ জলে আর্সেনিকের পরিমাণ প্রতি লিটারে ০.০১ মিলিগ্রামের চেয়েও বেশি। পাশাপাশি ২৯টি রাজ্যের ৪৯১টি জেলায় ভূগর্ভস্থ জলে লোহার পরিমাণ প্রতি লিটারে ১ মিলিগ্রামের চেয়েও বেশি। একই ভাবে ভূগর্ভস্থ জলে ক্যাডমিয়ামের পরিমাণ প্রতি লিটারে ০.০৫ মিলিগ্রামের চেয়েও বেশি ১৬টি রাজ্যের ৬২টি জেলায়। প্রতি লিটারে ০.০৩ মিলিগ্রামের চেয়েও বেশি ইউরেনিয়াম রয়েছে ১৮টি রাজ্যের ১৫২টি জেলার ভূগর্ভস্থ জলে।

রিপোর্টে জানানো হয়েছে, দেশের ৮০ শতাংশ মানুষ পানীয় জলের জন্য ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল। অথচ সেই জল বিষাক্ত হয়ে উঠেছে। শহরের চেয়ে এই সমস্যা আরও গুরুতর হয়ে উঠেছে গ্রামে। এখানকার মানুষ হ্যান্ড পাম্প, কুয়ো, নদী ও পুকুরের জলের উপর নির্ভরশীল আর জলের উৎসগুলি দূষিত হয়ে পড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে রাজ্য সরকারগুলিকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ায় জোর দেওয়ার কথা বলেছে কেন্দ্র।


Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version