রাজ্য মন্ত্রিসভার রদবদল বুধবার। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে মঙ্গলবার, নবান্নে জরুরি বৈঠক ডেকছেন মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)৷ একসঙ্গে ১০ দফতরকে নিয়ে কাজের পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যসচিব।
নবান্ন সূত্রে খবর, কোন কোন প্রকল্প এখনও শুরু হয়েছে, কাজের অগ্রগতি কতটা হল, কী কী প্রকল্পের কাছ পিছিয়ে পড়েছে এই সব নিয়েও এদিনের বৈঠক। দশ দফতরের মূল্যায়ন হবে বলেও জল্পনা।
