Saturday, July 12, 2025

ন্যাশনাল হেরাল্ডের অফিস সহ দিল্লির ১২ জায়গায় তল্লাশি ইডির

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংবাদপত্রের অফিস সহ দিল্লির ১২ জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। তবে মঙ্গলবার বাহাদুর শাহ জফর মার্গে ন্যাশনাল হেরাল্ডের অফিসে নিরাপত্তারক্ষী ছাড়া কেউই উপস্থিত ছিল না বলে খবর। কিন্তু তা অগ্রাহ্য করেই হেরাল্ড সংবাদপত্রের অফিসে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) পাশাপাশি রাহুল গান্ধীকেও (Rahul Gandhi) ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। আর সেই সময়ই ইডির অন্যায়ভাবে দলের নেতা নেত্রীদের হেনস্থা করার প্রতিবাদে দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয় কংগ্রেস (Congress)। তবে ইডির ভয় দেখিয়ে কংগ্রেসের মুখ বন্ধ করা যাবে না বলেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

মুদ্রাস্ফীতি (Inflation) এবং বেকারত্বের (Unemployment) মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনও জবাব নেই সরকারের কাছে। দেশের জনগণকে তারা জবাব দিতে অক্ষম। আর যারা সরকারকে অস্বস্তিকর প্রশ্ন করছে তাঁদের অপমানিত ও ব্ল্যাকমেল করতেই ইডিকে দিয়ে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। এদিন ন্যাশনাল হেরাল্ডের দফতরে ইডি হানা দেওয়ার ঘটনায় চরম ক্ষুব্ধ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি টুইট করে জানান, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুললেই নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে।

সম্প্রতি একাধিক ইস্যুতেই ইডির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণেই ইডি ও সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টায় মেতে উঠেছে বলে অভিযোগ তুলছে বিরোধীরা।


spot_img

Related articles

ঘরে বাবার মৃতদেহ, কর্তব্যে অবিচল চুঁচুড়ার চিকিৎসক

তাঁর কর্তব্যপরায়ণতা মনে করিয়ে দিল অগ্নিশ্বরকে। বরাবরই তিনি ব্যতিক্রমী, তবে শুক্রবার তাঁকে একেবারে ভিন্ন রূপে দেখলেন তাঁর রোগী...

৩০ বছরের পথচলার উৎসব: চারদিন রবীন্দ্র সরণিতে ‘দুর্বার’

যৌনকর্মীদের অধিকারের পক্ষে তিন দশকের নিরবচ্ছিন্ন লড়াইয়ের স্মারক অনুষ্ঠান। ১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত উত্তর কলকাতার রবীন্দ্র...

এক দেশ এক ভোট উপহাসে পরিণত হতে পারে: দাবি দুই প্রাক্তন প্রধান বিচারপতির

এক দেশ এক ভোট- কেন্দ্রীয়  সরকারের  ভাবনায় অনেক আইনি জটিলতা আছে।  এই পদক্ষেপ দেশের সাংবিধানিক নির্বাচনী পরিকাঠামোকে উপহাসে...

নতুন ঘাস বারাসত ময়দানে: পরিদর্শনে ক্রীড়ামন্ত্রী

খুব শীঘ্র খুলে যাবে বারাসত স্টেডিয়াম (Barasat Stadium)। প্রস্তুতি তুঙ্গে। কেমন চলছে উত্তর চব্বিশ পরগণার গুরুত্বপূর্ণ এই ময়দানের...