Friday, November 14, 2025

স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা স্কুল শিক্ষা দফতরের: স্কুলে গড়া হবে ‘জয় হিন্দ’ বাহিনী

Date:

এবার রাজ্যের স্কুলে স্কুলে গড়ে উঠবে ‘জয় হিন্দ’ বাহিনী। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই বাহিনী গড়ে তোলা হবে। মঙ্গলবার, এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। বারাকপুর (Barakpur), কলকাতা (Kolkata), জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ বাহিনীর এই চারটি ব্যাটেলিয়ান তৈরি করা হবে। ওই এলাকার প্রতিটা স্কুলে (School) বাধ্যতামূলকভাবে এই বাহিনী গঠন করতে হবে। পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নানা ধরনের কর্মসূচির পাশাপাশি সেবামূলক কাজ, বাল্যবিবাহ, পণপ্রথার মত বিভিন্ন সামাজিক কুপ্রথা রুখতেও ‘জয় হিন্দ’ বাহিনীর সদস্যদের কাজে লাগানো হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গেও বাহিনীর সদস্যরা সহযোগিতা করবেন। এজন্য কলকাতা ও রাজ্য পুলিশের তরফ থেকে ‘জয় হিন্দ’ বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। জেলায় জেলায় ‘জয় হিন্দ’ বাহিনী গঠন ও পরিচালনার বিষয়টি দেখাশোনা করার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে ১৩ জন সচিবের একটি কমিটিও গঠন করা হয়েছে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তরুণ প্রজন্মকে তাঁর ভাবধারায় উদ্বুদ্ধ করতে পড়ুয়াদের নিয়ে জয় হিন্দ বাহিনী গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ অগাস্ট ৭৫তম স্বাধীনতা দিবসে এই বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

গত ২৩ জানুয়ারি রেড রোডের অনুষ্ঠান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান স্মরণে জয় হিন্দ বাহিনী গঠনের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,“নেতাজি শুধু বাংলার নয়, গোটা বিশ্বের। আমরা স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তুলব। সব জেলার ছেলে-মেয়েদেরই এর অন্তর্ভুক্ত করা হবে। তাঁদের উন্নততর মানুষ তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে এবং আজাদ হিন্দ ফৌজের যে বাহিনী তৈরি করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু – সেই ধরনের পোশাকই আমরা ব্যবহার করব। যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ও স্লোগান উভয়ই আগামী প্রজন্ম মনে রাখতে পারে, স্মরণ করতে পারে।”

নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে পড়ুয়াদের বিকাশ ঘটানো, তাঁদের মানসিক ও শারীরিকভাবে আরও উন্নত করতেই এই জয় হিন্দ বাহিনী গঠন করা হচ্ছে। রাজ্যের আগামী প্রজন্মকে সঠিক দিশা দেওয়ার কাজ করবে এই বাহিনী।

আরও পড়ুন- ঝাড়খণ্ডে সরকার ফেলার গেরুয়া ষড়যন্ত্র, হিমন্তের সঙ্গে মিলে ঘুঁটি সাজাচ্ছেন বাংলার বিজেপি নেতা!

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version