Saturday, January 31, 2026

Kolkata: রাজভবনে আগামিকাল নতুন মন্ত্রীদের শপথ

Date:

Share post:

বুধবারই হবে রাজ্য মন্ত্রিসভার রদবদল। আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার নতুন মন্ত্রীদের শপথগ্রহণের সময় জানিয়ে আমন্ত্রণপত্র প্রকাশ করলেন মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)৷ বুধবার, বিকেল ৪টের সময় রাজভবনের থ্রোন রুমে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল লা গণেশন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা নেই, তবে রদবদল হবে- সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, বিকেল চারটে ফের এই বিষয়ে জানানো হবে বলেও জানান তিনি। এবার শপথের সময় জানিয়ে গিলেন মুখ্যসচিব।

ওইদিন মুখ্যমন্ত্রী বলেন, সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), সাধন পাণ্ডের (Sadhan Pandey) মৃত্যুতে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। এর পাশাপাশি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। সেই কারণেই মন্ত্রিসভার রদবদল হবে। অনেকগুলি দফতর তাঁর হাতে চলে এসেছে। সেগুলি সবার মধ্যে ভাগ করে দিতে চান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই জল্পনা করছিলেন কামরাজ মডেলে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা গঠিন হবে। কিন্তু তেমন কোনও পরিকল্পনা তাঁদের নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বুধবার, ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে বলে বলেও জানান মমতা।


spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...